E Purba Bardhaman

পূর্ব বর্ধমানে পোস্টাল ব্যালটে ভোট শুরু

Absence Voters of Essential Services category Voting has started in Purba Bardhaman by postal ballot.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ১৩ মে দেশের চতুর্থ দফায় ভোট হবে পূর্ব বর্ধমান জেলায়। এই জেলার বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান পূর্ব লোকসভা এবং বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, মঙ্গলকোট এবং কেতুগ্রাম বিধানসভা এলাকায় ভোট গ্রহণ করা হবে ওই দিন। তার আগেই মঙ্গলবার থেকে শুরু হল নির্বাচনের কাজে যুক্ত থাকা কর্মীদের (অ্যাবসেন্স ভোটারস অফ এসেনশিয়াল সার্ভিসেস) পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া। পূর্ব বর্ধমান জেলার জেলাশাসকের পুরানো চেম্বারে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের এবং অতিরিক্ত জেলাশাসক সাধারণের পুরানো চেম্বারে বর্ধমান পূর্ব কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই পোস্টাল ব্যালটের ভোট। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে পোস্টাল ব্যালটে ভোটার (অ্যাবসেন্স ভোটারস অফ এসেনশিয়াল সার্ভিসেস) রয়েছেন ১২৫০ জন এবং বর্ধমান পূর্ব কেন্দ্রে পোস্টাল ব্যালটে মোট ভোটার (অ্যাবসেন্স ভোটারস অফ এসেনশিয়াল সার্ভিসেস) রয়েছেন ১১৬৬ জন। মঙ্গলবার প্রথম দিন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ভোট দিয়েছেন ২৪৯ জন এবং বর্ধমান পূর্ব কেন্দ্রে ভোট দিয়েছেন ২০১ জন। প্রথমদিন বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব দুই লোকসভা আসনের জন্যই সরকারি কর্মীদের সঙ্গে ভোট দিলেন সাংবাদিকরাও।

Exit mobile version