E Purba Bardhaman

দিব্যাঙ্গ ভোটারদের জন্য বুথের অবস্থা খতিয়ে দেখলেন নির্বাচনী পর্যবেক্ষক

Divisional Commissioner Surendra Gupta who is also Accessibility Observor visited various booths today to see facilities for Specially Abled Persons. He also interacted with various Persons with disabilities.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চলতি লোকসভা নির্বাচনে সমস্ত ভোটারদের ভোটদানে উত্সাহিত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে দেশের নির্বাচন কমিশন। জেলায় জেলায় চলছে সে ব্যাপারে নজরকাড়া প্রচারাভিযানও। সাধারণ ভোটারদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার এবং বিশেষ চাহিদা সম্পন্ন ভোটাররাও যাতে ভোটদানের ক্ষেত্রে কোনো অসুবিধায় না পড়েনসেজন্যও উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের জন্য পৃথকভাবে একজন করে নির্বাচনী পর্যবেক্ষকদের জেলায় জেলায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবারই বর্ধমানে চলে এসেছেন এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুরেন্দ্র গুপ্তা। বৃহস্পতিবারই সমস্ত ধরণের পর্যবেক্ষকরা জেলার পদাধিকারিদের নিয়ে বৈঠকও করেন। আর তারপরই শুক্রবার দুপুরে সুরেন্দ্র গুপ্তা প্রতিবন্ধী ভোটারদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা খতিয়ে দেখতে বুথ পরিদর্শন করেন। উল্লেখ্যপূর্ব বর্ধমান জেলায় রযেছেন ১২ হাজার৫৬৯জন বিশেষ চাহিদা সম্পন্ন তথা দিব্যাঙ্গ ভোটার। এঁদের মধ্যে যাঁদের হুইল চেয়ার প্রয়োজন তাঁদের জন্য বুথে বুথে তৈরী রাখতে বলা হয়েছে হুইল চেয়ারও। জেলা নির্বাচন দপ্তর থেকে পূর্ব বর্ধমান জেলায় শারিরিক এবং মানসিকভাবে অক্ষম ভোটারদের নিয়ে নানান ধরনের কর্মসূচীও গ্রহণ করা হয়েছে। বস্তুতএই সমস্ত কর্মসূচী এবং ব্যবস্থাপনার কাজ খতিয়ে দেখতে শুক্রবার থেকে এলাকাওয়ারি পরিদর্শনের কাজ শুরু করে দিলেন নির্বাচন কমিশনের এসভিইইপি এণ্ড পিডবলুডির স্পেশাল পর্যবেক্ষক সুরেন্দ্র গুপ্তা। শুক্রবার তিনি পূর্ব বর্ধমান জেলা রিটার্নিং অফিসার তথা জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ এসভিইইপি এর জেলা নোডাল অফিসার বাসবদত্তা গুপ্তমেমারি১ ব্লকের বিডিও বিপুল কুমার মণ্ডল সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে মেমারি১ ব্লকের দলুইবাজার১ এবং দলুইবাজার২ গ্রাম পঞ্চায়েতের ৬টি বুথ পরিদর্শন করেন। সেখানে সরাসরি প্রতিবন্ধী ভোটারদের সাথে কথা বলেন সুরেন্দ্র গপ্তা। প্রতিবন্ধী ভোটারদের কি কি সুবিধাঅসুবিধা আছে ভোটারদের কাছ থেকে তিনি সরাসরি জানার চেষ্টা করেন। ভোটারদের আশ্বস্ত করে তিনি জানানভোটের দিন যদি ভোটদানে কোনো অসুবিধা হয় তাহলে তাঁদের পাশে ব্লক প্রশাসন থাকবে। এদিন সকালে মেমারি১ ব্লকের বিভিন্ন বুথ ঘুরে দেখেন। উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলায় শুক্রবার শেষ হল মনোনয়ন সংক্রান্ত যাবতীয় কাজকর্ম। শুক্রবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিনই জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠকও করেন। বৈঠকে প্রার্থীদের আয় ব্যয় সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

Exit mobile version