E Purba Bardhaman

বিশেষ সক্ষম ভোটারদের জন্য হুইল চেয়ার জোগাড় করতে হিমসিম খাচ্ছে জেলা প্রশাসন

Meeting of District Level Committee on Accessible Election in connection with Lok Sabha Election 2019

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলার প্রায় ১৪ হাজার ৫৫৬ জন বিশেষ সক্ষম তথা বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারের জন্য হুইল চেয়ার জোগাড় করতে হিমসিম খাচ্ছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এবছর কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই বিশেষ সক্ষম ভোটারদের ভোটদানকে নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশ পালন করতে গিয়ে রীতিমত কালঘাম ছুটছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের। কারণ এই ভোটারদের মধ্যে যাঁদের হুইল চেয়ার প্রয়োজন সেই হুইল চেয়ার এই মূহূর্তে জেলা প্রশাসনের কাছে নেই। তাই এই সমস্ত মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে যাবার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।  পূর্ব বর্ধমান জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেননির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে প্রতিটি ভোটারকে ভোটদানে সহায়তা করার জন্য জেলা প্রশাসন সর্বতোভাবে তৈরী রয়েছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে হুইল চেয়ার নিয়ে। প্রতিটি বুথে হুইল চেয়ার রাখার মত পর্যাপ্ত হুইল চেয়ার জেলা প্রশাসনের কাছে নেই। জেলাশাসক জানিয়েছেনআর এজন্যই জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও হুইল চেয়ার দেবার আবেদন জানানো হয়েছে। তিনি জানিয়েছেনতাঁরা আবেদন করেছে্ন ভোটের প্রয়োজনে কেউ যদি হুইল চেয়ার দেনভোট মিটে গেলে তাদের তা আবার ফেরত দেওয়া হবে। উল্লেখ্যশুক্রবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার তথা বিশেষ সক্ষম ভোটারদের এই সমস্ত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কোন্ কোন্ বুথে কি কি ধরণের বিশেষ সক্ষম ভোটার রয়েছে তার একটি তালিকাও তৈরী করা হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন। 

Exit mobile version