বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলার প্রায় ১৪ হাজার ৫৫৬ জন বিশেষ সক্ষম তথা বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারের জন্য হুইল চেয়ার জোগাড় করতে হিমসিম খাচ্ছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এবছর কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই বিশেষ সক্ষম ভোটারদের ভোটদানকে নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশ পালন করতে গিয়ে রীতিমত কালঘাম ছুটছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের। কারণ এই ভোটারদের মধ্যে যাঁদের হুইল চেয়ার প্রয়োজন সেই হুইল চেয়ার এই মূহূর্তে জেলা প্রশাসনের কাছে নেই। তাই এই সমস্ত মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে যাবার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।