E Purba Bardhaman

বর্ধমান রেল স্টেশনের দুর্ঘটনায় পূর্ব রেলের বিভিন্ন স্টেশনের ৬০টি জলের ট্যাংক ভেঙে ফেলার সিদ্ধান্ত

An FIR has been filed by the deceased's husband in the incident of breaking the water tank at Burdwan railway station

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান রেল স্টেশনের জলের ট্যাংক ভেঙে ৪ জনের মৃত্যুর ঘটনায় এবার নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরে থাকা ৬০ টি জলের ট্যাংক ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বর্ধমান স্টেশনে ট্যাংক দুঘর্টনার পরই নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ। লোহা বা কংক্রিটের তৈরি ৬০ বছরের পুরোনো ট্যাঙ্কগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। গত ১৩ ডিসেম্বর বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্লাটফর্মের মাঝে থাকা ১৩৩ বছরের পুরোনো জলের ট্যাংক ভেঙে মৃত্যু হয় ৪ জনের, আহত হন প্রায় ৩৯ জন। এরপরই এই সিদ্ধান্ত। পূর্ব রেলের বিভিন্ন প্ল্যাটফর্মের ওপর থাকা ১২ টি এবং স্টেশন চত্বরে থাকা ৪৮ টি ওয়াটার ট্যাংক ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পূর্ব রেল সূত্রে জানা গেছে, পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্মের ওপর ১২ টি ওয়াটার ট্যাংক আছে। যার মধ্যে হাওড়া ডিভিশনে ৩ টি, আসানসোল ডিভিশনে ৮ টি এবং মালদহ ডিভিশনে ১ টি। এছাড়াও স্টেশন চত্বরে আরও ৪৮ টি ট্যাংক রয়েছে, যেগুলি বিপজ্জনকভাবে রয়েছে। তার মধ্যে শিয়ালদা ডিভিশনে ৭টি, আসানসোল ডিভিশনে ২৩ টি, হাওড়া ডিভিশনের ১৪ টি এবং মালদা ডিভিশনের ৪ টি। এই ৬০ টি ওয়াটার ট্যাংক ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যেই এই ট্যাংক গুলি ভেঙে ফেলা হবে। মূলত এই সমস্ত ট্যাংক থেকে প্ল্যাটফর্ম এবং স্টেশন চত্বরে জল সরবরাহ করতো রেল। তার ফলে সমস্যা যাতে না হয় তার জন্য আধুনিক পদ্ধতিতে প্ল্যাটফর্মের বাইরে ওয়াটার ট্যাংক তৈরি করবে রেল। এছাড়াও এই ভাঙার কাজ চলতে যেহেতু এক বছর সময় লাগবে সেহেতু এই ট্যাংক গুলিতে কম পরিমাণে জল রিজার্ভ করা হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পূর্ব রেলের অধীনে বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে থাকা পুরোনো জলাধারগুলি ভেঙে ফেলার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। আশা করা হচ্ছে আগামী ১ বছরের মধ্যে স্টেশন চত্বরে থাকা জলাধারগুলিও ভেঙে ফেলার কাজ সম্পন্ন করা যাবে। এই কাজ চলাকালীন যাত্রী পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তার জন্য সদা সচেষ্ট থাকবে পূর্ব রেল।

Exit mobile version