মেমারী (পূর্ব বর্ধমান) :- ফের আধারকার্ড বাতিলের চিঠি। এবার মেমারীর কেন্না, উদয়পল্লী, বিষ্ণুপুর ও মহেশডাঙ্গা ক্যাম্প এলাকায় পৌঁছালো শতাধিক আধার বাতিলের চিঠি। এই ঘটনায় ক্রমশই চাঞ্চল্য ছড়াচ্ছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। রবিবারই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি সুপ্রভাত গাইন রীতিমতো আশঙ্কা ব্যক্ত করেছেন। রবিবারই তিনি আশঙ্কা ব্যক্ত করে জানান, এখনও পর্যন্ত তাঁরা পূর্ব বর্ধমান জেলার ৩০০ জনের নাম পেয়েছেন যাঁদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু তাঁদের শঙ্কা এই সংখ্যাটা লোকসভা নির্বাচনের আগে অনেকগুণ বেড়ে যাবে। বস্তুত, তাঁর আশঙ্কা মতই সোমবার ফের মেমারী এলাকার বিভিন্ন গ্রামে আধার কার্ড নিষ্ক্রিয় করার চিঠি আসায় আতঙ্ক তুঙ্গে উঠেছে। একইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভও তুঙ্গে উঠছে। উল্লেখ্য, শয়ে শয়ে বাতিল হচ্ছে আধার কার্ড। জানা গেছে, এই পরিস্থিতি পর্যালোচনায় সোমবারই জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্য সচিব।