Site icon E Purba Bardhaman

ফের তৃণমূল কাউন্সিলারের নামে নিখোঁজ পোষ্টার ঘিরে সরগরম বর্ধমান

Again there is a stir in Burdwan town around the missing poster in the name of Trinamool Congress councillor.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের পোষ্টার কালচারে বর্ধমান শহরে রাজনৈতিক তরজা জমে উঠল। এবার পোষ্টার পড়ল তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে। সোমবার সকালে বর্ধমান পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ‘ঊমা সাঁই নিখোঁজ’ বলে কোর্ট কম্পাউন্ড এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। উল্লেখ্য, এর আগে বর্ধমান পুরসভার ৩ নং ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর চায়না কুমারী ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস অহলুবালিয়ার নামেও নিখোঁজ পোস্টার পড়ে। খোদ তৃণমূল কাউন্সিলর ঊমা সাঁই এর দাবি, এই পোস্টার বিরোধীদের চক্রান্ত। বিজেপি ও বিরোধীরা এই পোস্টার লাগিয়েছে আমাকে ও আমার দলকে বদনাম করার জন্য। আমি ওয়ার্ডের মানুষের পাশে আছি এবং তাদের হয়ে কাজও করি। এটা অপপ্রচার ছাড়া কিছু নয়। এদিকে, এই নিখোঁজ পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি জেলা মুখপাত্র সৌম্যরাজ ব্যানার্জীর অভিযোগ, পোস্টার রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই এই নিখোঁজ পোস্টার পড়েছে। তিনি জানিয়েছেন, আগামী দিনে মুখ্যমন্ত্রীর নামেও নিখোঁজ পোস্টার পড়বে, কারণ তৃণমূল নেতারা যেভাবে দুর্নীতি করেছে আগামি দিনে তারা লুকিয়ে পড়বে তাদের খুঁজে পাওয়া যাবে না। যদিও গোষ্টীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবু টুডু জানিয়েছেন, বিজেপি, সিপিএম যাদের পায়ের তলায় জমি নেই তারাই এটা করছে। পোষ্টার মেরে আমাদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এটা চক্রান্ত।

Again there is a stir in Burdwan town around the missing poster in the name of Trinamool Congress councillor.

Exit mobile version