বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের ৬০তম বর্ষপূর্তিকে সামনে রেখে শনিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ২৭তম ছাত্রছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠান করা হল। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দা- সহ এই ব্যাংকের সিইও অতুল কুমার গোয়েল, জেনারেল সেক্রেটারি দিলীপ সাহা, অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনসনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার দে প্রমুখরা। এদিন বর্ধমান সার্কেলের অধীন পূর্ব বর্ধমান, বীরভূম জেলা-সহ রাজ্যের অন্যান্য জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতিদের সম্বর্ধিত করা হয়। একইসঙ্গে সম্মানিত করা হয় সমাজের গুণী ব্যক্তিদের। এদিন মোট ১৬২ জন ছাত্রছাত্রীকে সম্বর্ধিত করা হয়। অশোক কুমার দে জানিয়েছেন, এদিন সেই সমস্ত ছাত্রছাত্রীদের তাঁরা উৎসাহিত করেছেন, যাদের মধ্যে অনেকেই নানান প্রতিকূলতাকে জয় করে অভাবনীয় ফলাফল করেছে। এই ছাত্রছাত্রীদের মধ্যে যেমন রয়েছে দুই হাত না থাকা ছাত্র, তেমনি রয়েছে পায়ের সমস্যায় ভোগা ছাত্রীরাও। অশোকবাবু জানিয়েছন, প্রতিবছর তাঁরা এই ধরনের ছাত্রছাত্রীদের উৎসাহিত করে তাঁদের উচ্চশিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার চেষ্টা করছেন।