বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রবিবার বিকালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বাম-কংগ্রেসের জোট প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে রোড শো করে গেলেন এস.এফ.আই. নেত্রী তথা জেএনইউ নেত্রী ঐশী ঘোষ। এস.এফ.আই. পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে এদিন পথসভাও করা হয়। ছোট নীলপুর মোড়ে পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী সুকৃতি ঘোষাল, এসএফআই নেত্রী ঐশী ঘোষ এবং পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি প্রবীর ভৌমিক, সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী প্রমুখ। এরপর প্রার্থীকে নিয়ে নীলপুর মোড় থেকে পারবীরহাটা পর্যন্ত রোড শো করা হয়। যদিও এই মিছিলে এদিনও দেখা যায়নি কংগ্রেসের কোনো নেতৃত্ব বা কংগ্রেসের কোনো পতাকাও। প্রার্থী সুকৃতি ঘোষাল বলেন, ছাত্ররাই দেশের পথ দেখাবে। ছাত্র, যুবরা পশ্চিমবঙ্গে নৈরাজ্যের শিক্ষাঙ্গনে দাঁতে দাঁত চেপে যেভাবে লড়াই দিচ্ছে, শিক্ষা ও কাজের দাবিতে রাস্তায় আছে তাকে অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, তিনি নির্বাচিত হলে শিক্ষা ও কাজের দাবিকে সংবিধানে মৌলিক অধিকার দিতে সংসদে আওয়াজ তুলে ধরবেন। ঐশী ঘোষ বলেন, সংসদে আমাদের কথা বলার জন্য সাংসদ পাঠাতে হবে। এটা আজকের দাবি। বামপন্থী সাংসদ বেশী বেশি করে পাঠাতে হবে। এক সময় বামেদের সাংসদ বেশী থাকার কারণেই অনেক ভাল ভাল আইন ইউপিএ সরকারের সময়ে পাশ করা গিয়েছিল।
অনির্বাণ রায়চৌধুরী বলেন, এই বারের লোকসভা নির্বাচন গত নির্বাচনগুলির থেকে অনেকটা আলাদা। কারণ বর্তমানে যে সরকার দেশ পরিচালনা করেছে তারা গোটা দেশের সাধারণ মানুষের উপর ব্যাপক আক্রমণ নামিয়ে এনেছে, আক্রমণ নেমে এসেছে দেশের শিক্ষা ব্যবস্থার উপর। প্রতিদিন বাড়ছে বেকারত্বের সমস্যা, আক্রান্ত দেশের গণতন্ত্র। একই অবস্থা আমাদের রাজ্যের, তাই এই দুই সরকারের বিরুদ্ধে আগামী আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের কাজ হল এই দুই সরকারকে পরাস্ত করে প্রগতিশীল গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সরকার তৈরির কাজকে প্রশস্ত করা। আর এই কাজকে আরো বেশি করে দৃঢ় করার জন্য পূর্ব বর্ধমান জেলার অভ্যন্তরে থাকা চার বাম প্রার্থী অধ্যাপক সুকৃতী ঘোষাল, নীরব খাঁ, শীতল কৈবর্ত দাস এবং শ্যামলী প্রধানকে জয়যুক্ত করার আহ্বান জানান অনির্বাণ রায়চৌধুরী।