E Purba Bardhaman

কালনা পুরসভার পুরপ্রধানের দাদাগিরি! রাজবাড়ি চত্বরের নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ

Allegation of beating the security guard of Rajbari campus against the Chairman of Kalna municipality.

কালনা (পূর্ব বর্ধমান) :- কালনা পুরসভার পুরপ্রধানের দাদাগিরি! কর্তব্যরত সিকিউরিটি গার্ডকে মারধর করে টোটোয় করে লালজী মন্দিরে জল নিয়ে যাওয়ার অভিযোগ উঠল কালনা পৌরসভার পুরপ্রধান আনন্দ দত্তের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ভিডিয়োকে কেন্দ্র করে কালনা শহর জুড়ে উঠেছে নিন্দার ঝড়। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে থাকা কালনা রাজবাড়ীর মধ্যে যেকোনো ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। এই রাজবাড়ি চত্বরেই রয়েছে একাধিক মন্দির, যেগুলির রক্ষণাবেক্ষণেও রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। মঙ্গলবার উলটো রথ উপলক্ষ্যে কালনা রাজবাড়ি এলাকার মধ্যে অবস্থিত লালজী মন্দিরে চলছিল ভোগ প্রসাদ বিতরণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে এই রাজবাড়ীর মধ্যে দিয়েই মঙ্গলবার লালজী মন্দিরে একটি টোটো করে বেশ কিছু ২০ লিটার জলের জার নিয়ে যাওয়ার চেষ্টা করেন পুরপ্রধান আনন্দ দত্ত। গেটে থাকা কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা তাতে বাধা দেন, আর ঠিক তখনি পুরপ্রধান আনন্দ দত্ত রাজবাড়ীর মধ্যে থাকা কর্তব্যরত এক নিরাপত্তারক্ষীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরই পৌরপতি পাশে থেকে ওই টোটো গাড়িটিকে ভেতরে নিয়ে চলে যান। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উঠেছে নিন্দার ঝড়। উল্লেখ্য, এর আগেও কয়েকজন ভিক্ষুককেও মারধর করার অভিযোগ ওঠে আনন্দ দত্তর বিরুদ্ধে। বারংবার এমন ঘটনা সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। এ প্রসঙ্গে আক্রান্ত ঐ নিরাপত্তারক্ষী সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। পুরপ্রধাননেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Exit mobile version