বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২০১৮ সাল থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রছাত্রী-সহ অধ্যাপকদের ওপর জুলুম চালানোর অভিযোগ উঠল কয়েকজন ছাত্রছাত্রীর বিরুদ্ধে। বারবার বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনো ফল না হওয়ায় বৃহস্পতিবার আইন বিভাগের বিভাগীয় প্রধান-সহ অন্যান্য অধ্যাপকদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। এদিন এলএলএমের ছাত্রী এলিশা শবনম মির্ধা জানিয়েছেন, একজন ডিসকলেজিয়েট ছাত্রের জন্য সকলেই অতিষ্ঠ হয়ে উঠেছেন। ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক অত্যাচার চালানোর পাশাপাশি চলছে নানাভাবে হুমকি। এর থেকে বাদ যাচ্ছেন না শিক্ষকরাও। তাঁরাও এব্যাপারে অভিযোগ জানিয়েছেন। কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি। আইন বিভাগের পড়াশোনা কার্যত শিকেয় উঠতে চলেছে। এর থেকে পরিত্রাণ পেতেই তাঁরা এদিন অধ্যাপকদের ঘেরাও করে সুরাহার দাবি জানিয়েছেন।