E Purba Bardhaman

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ডিসকলেজিয়েট ছাত্রের জুলুম; অধ্যাপকদের ঘেরাও করলেন পড়ুয়ারা

Allegation of torture against a discollegiate student in the law department of Burdwan University

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২০১৮ সাল থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রছাত্রী-সহ অধ্যাপকদের ওপর জুলুম চালানোর অভিযোগ উঠল কয়েকজন ছাত্রছাত্রীর বিরুদ্ধে। বারবার বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনো ফল না হওয়ায় বৃহস্পতিবার আইন বিভাগের বিভাগীয় প্রধান-সহ অন্যান্য অধ্যাপকদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। এদিন এলএলএমের ছাত্রী এলিশা শবনম মির্ধা জানিয়েছেন, একজন ডিসকলেজিয়েট ছাত্রের জন্য সকলেই অতিষ্ঠ হয়ে উঠেছেন। ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক অত্যাচার চালানোর পাশাপাশি চলছে নানাভাবে হুমকি। এর থেকে বাদ যাচ্ছেন না শিক্ষকরাও। তাঁরাও এব্যাপারে অভিযোগ জানিয়েছেন। কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি। আইন বিভাগের পড়াশোনা কার্যত শিকেয় উঠতে চলেছে। এর থেকে পরিত্রাণ পেতেই তাঁরা এদিন অধ্যাপকদের ঘেরাও করে সুরাহার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে আইন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ মণ্ডল জানিয়েছেন, আইন বিভাগের বিল্ডিংয়ের ওপরে একটি বিশেষ রাজনৈতিক দলের ব্যানার লাগানো রয়েছে। তা খোলার জন্য দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রীরা দাবি জানিয়ে আসছেন। তিনিও ব্যক্তিগতভাবে যাঁরা এই ব্যানার লাগিয়েছে তাঁদের খোলার জন্য বলেছেন। কিন্তু তাঁরা খোলেননি। ওই ব্যানার খোলার জন্য এদিন ছাত্রছাত্রীরা দাবি জানিয়েছেন। একইসঙ্গে আইনবিভাগের ডিসকলেজিয়েট ছাত্রর বিরুদ্ধে এদিন ছাত্রছাত্রীরা যে অভিযোগ করেছেন সে সম্পর্কে রাকেশবাবু জানিয়েছেন, এই অভিযোগ এর আগেও তিনি পেয়েছেন। এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোও হয়েছে বারবার। তিনি আশা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয়ই এব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন।

Exit mobile version