বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলা শাসক অফিসের এক কর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা, প্রাণনাশের হুমকি দেবার অভিযোগ ঘিরে চাঞ্চল্য দেখা দিল। বর্ধমান ডিষ্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার সাংবাদিক বৈঠকে এই অভিযোগ জানানো হল। সংগঠনের সম্পাদক সেখ রবিয়াল জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলা শাসকের অধীন পুলকার বিভাগের এক গাড়ির চালক, তাঁর স্ত্রী ও তাঁর দুই ছেলে, পুত্রবধূর মিলত ব্যবসা রয়েছে বর্ধমান শহরের আনন্দপল্লী এলাকায়। সেই ব্যবসায় এই সংগঠনের সদস্যদের কাছ থেকে তিনি দফায় দফায় সামগ্রী নেন। ২০১১ সাল থেকে এই ব্যবসা চালালেও ২০২১ সাল থেকেই কয়েকদফায় সংগঠনের কয়েকজন সদস্যের কাছ থেকে প্রায় ২৩ লক্ষাধিক টাকার সামগ্রী নেওয়া হয়। কিন্তু সেই টাকা পরিশোধ করছেন না। এব্যাপারে টাকা পরিশোধের কথা বললে সরকারী অফিস কর্মী হিসাবে পাল্টা হুমকি, এমনকি সংগঠনের ওই সদস্য ব্যবসায়ীদের প্রাণনাশেরও হুমকিও ওই ব্যক্তি দিয়েছেন বলে অভিযোগ। সেখ রবিয়াল জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁরা চেষ্টা করেও টাকা আদায় করতে না পারায় বাধ্য হয়েই তাঁরা বর্ধমান থানা-সহ জেলা প্রশাসনের সর্বত্র এই প্রতারণার অভিযোগ জানিয়েছেন। রবিয়াল জানিয়েছেন, ওই ব্যক্তি দুটি চেক দিলেও এ্যাকাউণ্টে কোনো টাকা না থাকায় তাঁরা টাকা পাননি। এদিকে, সরকারী কর্মী হিসাবে প্রতারণা করা এবং হুমকি দেবার ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, ওই কর্মীর বিরুদ্ধে এর আগেও নানান অভিযোগ ছিল। সম্প্রতি ওই ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে লিখিত অভিযোগ আসার পরই ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। যদিও এব্যাপারে অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।