E Purba Bardhaman

আর.পি.এফ.-এর বিরুদ্ধে জুলুমের অভিযোগ, প্রতিবাদে হকারদের রেল অবরোধ গাংপুরে

Allegations of oppression against the R.P.F. In protest, hawkers blockaded the railway in Gangpur.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- হকারদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, মিথ্যা কেস দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে শনিবার সন্ধ্যে ৫ টা ৩০ থেকে ৬টা ৩০ পর্যন্ত গাংপুর স্টেশনে রেল অবরোধ করল জাতীয় বাংলা সম্মেলনের সদস্যভুক্ত হকাররা। এই ঘটনায় বেশ কিছু দুরপাল্লার গাড়ি আটকে পড়ে বিভিন্ন ষ্টেশনে। বর্ধমান হাওড়া মেন ও কর্ড লাইনে ট্রেন চলাচল ব্যহত হয়। জাতীয় বাংলা সম্মেলনের হাওড়া ডিভিশনের সম্পাদক নাদিম হোসেন মল্লিক জানিয়েছেন, প্রতিদিনই আর. পি. এফ. রেল হকারদের ধরে তাঁদের নামে মিথ্যা কেস দিচ্ছে। অথচ ২০১৪ সালের ভেন্ডিং আইনানুসারে হকারী জন্মগত অধিকার। কিন্তু রেলের খাতায় এই আইন লাগু নেই। তাঁদের দাবী, রেলের ক্ষেত্রেও এই আইন বলবত করতে হবে। এদিন এই অবরোধের জন্য শক্তিগড় স্টেশনে আটকে পরে আপ হাওড়া-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেস। প্রায় ৩৪ মিনিট আটকে ছিলো রাজধানী এক্সপ্রেস। আটকে পরে হাওড়া-বর্ধমান মেন ও কার্ড শাখার আপ ও ডাউনের একাধিক লোকাল ট্রেন।

 


 

Exit mobile version