E Purba Bardhaman

বর্ধমান পৌরসভার নাকের ডগায় অবৈধভাবে ৮ তলা ভবন নির্মাণ, কাজ বন্ধের নোটিশ

An 8-storey building is being constructed illegally near Burdwan Municipality, the municipality has issued a notice to stop the work.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানে ৯ নম্বর ওয়ার্ডে একেবারে জিটি রোডের পাশে বহুতল নির্মাণ নিয়ে অনিয়মের অভিযোগে নির্মাণকাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল বর্ধমান পৌরসভা। মঙ্গলবার দুপুরে এই ৮ তলা বিল্ডিং পরিদর্শন করে বর্ধমান পৌরসভার পুরপ্রধান পরেশচন্দ্র সরকার সাফ জানিয়ে দিলেন, অন্তত ৩ টি তলা অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এমনকি পুর আইনও মানা হয়নি। তাই আপাতত এই নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য এদিন নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্ধমান শহরের জিটিরোডের ওপর ৯ নং ওয়ার্ডে এই ৮ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই বিল্ডিংয়ের প্রায় সিংহভাগ কাজ হয়ে গেছে। এদিন পুরপ্রধান জানিয়েছেন, স্থানীয় কাউন্সিলার-সহ পৌরসভার পক্ষ থেকে মৌখিকভাবে বারবার এই ভবনের মালিক তুহিন কান্তি ব্যানার্জ্জীকে জানানো হলেও তিনি তাতে কান দেননি। পরেশবাবু জানিয়েছেন, এই ভবন নির্মাণ নিয়ে তাঁদের কাছে অভিযোগ আসার পর এদিন পৌরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে তাঁরা গোটা বিষয়টি দেখলেন। পৌরসভার নিয়ম মানা হয়নি বহু ক্ষেত্রেই। তিনি জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মালিককে পৌরসভায় ডেকে পাঠানো হয়েছে। তার মধ্যে তিনি যদি সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে না আসেন তাহলে তাঁর বিরুদ্ধে এফআইআর-সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, জিটিরোডের যে জায়গার ওপর এই বহুতল নির্মাণ করা হচ্ছে সেই জায়গাটি ছিল ভাষাতাত্ত্বিক সুকুমার সেনের। এদিকে, এদিন পৌরসভার পক্ষ থেকে এই অবৈধ নির্মাণ নিয়ে অভিযান করা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। অনেকেই জানিয়েছেন, খোদ জিটিরোডের ওপর দীর্ঘদিন ধরে ধাপে ধাপে ৮ তলা বিল্ডিং তৈরি হয়ে গেল। এতদিন কি তাহলে পুরসভা ঘুমাচ্ছিল? এর উত্তরে পরেশবাবু এদিন জানিয়েছেন, তাঁরা বারবার বিল্ডিংয়ের মালিকের কাছে কাগজ পত্র চেয়ে পাঠিয়েছেন কিন্তু তিনি তাতে আমল দেননি। তিনি জানিয়েছেন, পুর এলাকায় যেখানেই কোনো অবৈধ নির্মাণের অভিযোগ তিনি পেয়েছেন তখনই ব্যবস্থা নিয়েছেন। এক্ষেত্রেও তাঁরা কড়া ব্যবস্থা নিতে চলেছেন।

Exit mobile version