বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২ বছর করোনার কারণে বন্ধ থাকার পর বর্ধমানের নারায়না স্কুলে অনুষ্ঠিত হ’ল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘নেক্সা ৩.০’ নামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ সাই প্রশান্ত রাউট্রে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজিত কুমার চৌধুরী, বিজ্ঞান বিভাগের ডিন সুনীল কারফর্মা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস-সহ স্কুলের কর্মকর্তারা। অধ্যক্ষ সাই প্রশান্ত রাউট্রে জানিয়েছেন, এদিন স্কুলের নার্সারী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি বিভাগে মোট ৬০০ ছাত্রছাত্রীদের মধ্যে ৪৩৭ জন অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে। নাচ, গান, নাটক, মুখাভিনয়, যোগা, ক্যারাটে প্রভৃতি বিষয়ে পড়ুয়াদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মত। পাশাপাশি স্কুলে বিভিন্ন সময়ে হওয়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানও হয় এদিনের মঞ্চে। এদিন এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।