E Purba Bardhaman

ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাড়ে ৮ লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার সেখানকারই এক কর্মী

An employee of the business was arrested on the charge of embezzling Rs 8.5 lakh from the business

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাড়ে ৮ লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগে সেখানকার এক কর্মীকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম দিব্যেন্দু দত্ত ওরফে বিলে। দেওয়ানদিঘি থানার কুড়মুনের শিবতলা এলাকায় তার বাড়ি। বুধবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করতে ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের ৫ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।
পুলিস জানিয়েছে, বর্ধমান শহরের নতুনগঞ্জ এলাকায় প্রতিষ্ঠানটির অফিস। প্রতিষ্ঠানে বেশ কয়েকবছর ধরে সেল্স ম্যানের কাজ করে দিব্যেন্দু। সে মাল বিক্রির পাশাপাশি বিক্রীত জিনিসের অর্থ দোকান থেকে সংগ্রহ করত। প্রতিষ্ঠানের ২০২১-২২ সালের হিসেব-নিকেশে ৮ লক্ষ ৭১ হাজার ৭৩২ টাকার গরমিল ধরা পড়ে। হিসেব খতিয়ে দেখে সেই টাকা দিব্যেন্দু আত্মসাত করেছে বলে জানতে পারেন প্রতিষ্ঠানের ম্যানেজার। অভিযুক্তকে টাকা ফেরত দেওয়ার জন্য প্রতিষ্ঠানের তরফে বলা হয়। কিন্তু, সে টাকা ফেরত দেয়নি। এরপরই প্রতিষ্ঠানের ম্যানেজার দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে জাল নথিপত্র তৈরি করে প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারায় মামলা রুজু করেছে থানা।

Exit mobile version