E Purba Bardhaman

‘হুল্লোড় ২০২৩’ শিরনামে আয়োজিত হল বর্ধমান ডিডি (পি) আইটিআই-এর বাৎসরিক অনুষ্ঠান

Annual program of Burdwan DD (P) ITI held under the title 'Hullore 2023'

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- তুলনামূলক পরিশ্রমের প্রশিক্ষণ তাই মেয়েরা এখন আই.টি.আই.-এ ভর্তি হতে চাইছেন না। মেয়েদের এখন লক্ষ‌্য স্কুল মাষ্টারী। বৃহস্পতিবার বর্ধমান ডিডি (পি) আইটিআই-এর বাৎসরিক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানিয়েছেন এই আইটিআই-এর চেয়ারম্যান সঞ্জীব দলুই। তিনি জানিয়েছেন, এই কলেজে মোট ২৪০টি আসন। কিন্তু অন্যান্যবার দু-একজন মেয়ে ভর্তি হলেও এবছর কোনো মেয়েই আইটিআই-এ ভর্তি হয়নি। কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার সকলেই যখন মেয়েদের সবরকমের শিক্ষার প্রসারে চেষ্টা করছে তখন আইটিআই-এর মত হাতে কলমে শিক্ষায় মেয়েদের পিছিয়ে থাকা নিয়ে উদ্বিগ্ন শিক্ষকমহল। এদিন সঞ্জীব দলুই জানিয়েছেন, তাঁদের এই কলেজে ইলেকট্রিসিয়ান এবং ফিটার এই দুটি কোর্স চলছে। চলতি বছরে তাঁরা ডিজেল মেকানিক ইঞ্জিনিয়ারিং, এ সি রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং, বিউটিশিয়ান কোর্স চালু করার জন্য আবেদন জানিয়েছেন। তাঁরা আশা করছেন মেয়েরা এতে আগ্রহী হবেন। এদিন কলেজের এই ‘হুল্লোড় ২০২৩’ শিরনামে বাৎসরিক অনুষ্ঠানে কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এর পাশাপাশি এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন, নবীনবরণ এবং ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version