বর্ধমান (পূর্ব বর্ধমান) :- তৃণমূলের অঞ্চল সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়কে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম দীপক ঘোষ। আউশগ্রাম থানার ভোতা গ্রামে তার বাড়ি। মঙ্গলবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে ১০ দিন নিজেদের হেপাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতকে ৭ দিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম রতন কুমার গুপ্তা।
পুলিশ জানিয়েছে, গত ১৩ জুন রাতে বনপাস রেলগেটের কাছে চায়ের দোকানে আরও কয়েকজনের সঙ্গে গল্পগুজব করছিলেন আউশগ্রামে তৃণমূলের বিল্বগ্রাম অঞ্চলের সভাপতি উজ্জ্বলবাবু। সেই সময় তার উপর হামলা হয়। দোকানের পিছনে একটি ফাঁকা জায়গায় তুলে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মৃতের ভাই সজল বন্দ্যোপাধ্যায় ১৫ জনের বিরুদ্ধে এফআইআর করেন। ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করল।