E Purba Bardhaman

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হচ্ছে নতুন রেলওয়ে ব্রীজের সংযোগকারী রাস্তার কাজ

approach road to the new railway bridge is completed by 31 December

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই বর্ধমানের রেলওয়ে ওভারব্রীজের কাজ শেষ হয়ে যাবে বলে সংশ্লিষ্ট সংস্থা আস্বস্ত করে গেলেন পূর্ব বর্ধমানের জেলাশাসককে। সোমবার জেলাশাসকের সঙ্গে দেখা করেন পূর্ব রেলের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা। পরে জেলাশাসক জানিয়েছেন, রেল দপ্তর জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই ওই নতুন রেলওয়ে ওভারব্রীজের এ্যাপ্রোচ রোডের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তাঁরা আশা করছেন আগামী বছরের প্রথম দিকেই চালু হয়ে যাবে নতুন ওভারব্রীজ। উল্লেখ্য, সম্প্রতি মাঝেরহাট ব্রীজ কাণ্ডের পর সংবাদ শিরোনামে উঠে এসেছে বর্ধমানের এই অর্ধ শতাব্দীরও বেশি প্রাচীন রেলওয়ে ওভারব্রীজের অবস্থা। নিষোধাজ্ঞা অমান্য করে এই ওভারব্রীজের ওপর দিয়ে বেপরোয়াভাবে চলাচল করছে পণ্যবোঝাই লরী। স্বাভাবিকভাবেই রুগ্ন এই ব্রীজের অবস্থা নিয়ে উদ্বিগ্ন্ হয়ে পড়েছেন সাধারণ মানুষ থেকে প্রশাসনিক আধিকারিকরাও। ইতিমধ্যেই রেল দপ্তরের পক্ষ থেকে পণ্যবোঝাই ভারী গাড়ী যাতায়াতে নিষোধাজ্ঞা জারীও করা হয়েছে। তারপরেও পরিস্থিতি না বদলানোয় এব্যাপারে বিকল্প নতুন ব্রীজের কাজ দ্রুত শেষ করার ওপরই জোড় দিয়েছেন জেলা প্রশাসন। পূর্ব রেলের বর্ধমান ষ্টেশন ম্যানেজার স্বপন অধিকারী জানিয়েছেন, নতুন ব্রীজ চালু হয়ে গেলেই সম্পূর্ণভাবে বাতিল করা হবে এই পুরনো ব্রীজ। সোমবার জেলাশাসক জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্রীজের কি অবস্থা সে সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছ থেকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। তা হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানিয়েছেন, রেলওয়ে ওভারব্রীজের পুরনো ব্রীজের অবস্থা ভাল না হওয়ার জন্যই নতুন ব্রীজের কাজ শুরু হয়। কিন্তু এ্যাপ্রোচ রোডের কাজ শেষ না হওয়ায় এখনও চালু হয়নি। এদিন রেল দপ্তর এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানিয়েছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই এই নতুন ব্রীজের এ্যাপ্রোচ রোডের কাজ শেষ হয়ে যাবে। আর তাহলে আগামী বছরেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে নতুন ব্রীজ। যদিও ব্রীজের এ্যাপ্রোচ রোডের জন্য প্রয়োজনীয় দেড় কাঠা জমি নিয়ে এখনও জট রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে, জমির মালিকের সাথে আলোচনা করে শীঘ্রই এই সমস্যরা সমাধান করা হবে।

Exit mobile version