আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- চাষের কাজে সাবমার্সিবল পাম্পের যথেচ্ছ ব্যবহারে নলকূপে জল না ওঠায় পানীয় জলের সমস্যায় এলাকাবাসী, বিকল্প ব্যবস্থার দাবিতে হাড়ি ও বালতি নিয়ে গুসকরা-মানকর রাজ্য সড়ক অবরোধে সামিল হলেন স্থানীয় মহিলারা। আউশগ্রাম জামতাড়া মোড়ে এই রাস্তা অবরোধ করা হয়। স্থানীয়দের অভিযোগ, বোরো ধান চাষের জন্য কয়েকজন চাষি যথেষ্টহারে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ জল তুলে চাষ করার ফলে এলাকার পানীয় জলের অন্যতম মাধ্যম নলকূপগুলোতে জল উঠছে না। ফলে চরম সমস্যায় পরতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। অভিযোগ এই বিষয়ে বারংবার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অফিসে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই বিকল্প জলের ব্যবস্থার দাবিতে এই রাস্তা অবরোধে সামিল হয়েছেন স্থানীয়রা। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় গুসকরা-মানকর রোডে। প্রায় দেড় ঘণ্টা ধরে অবরোধ চলার পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে।