গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মাধবডিহি (পূর্ব বর্ধমান) :- ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বাজেয়াপ্ত করা বালি বোঝাই ট্রাক্টর ছিনিয়ে নেওয়া এবং কর্মীদের গালিগালাজ ও ভীতিপ্রদর্শনের অভিযোগে ট্রাক্টরটির চালককে গ্রেপ্তার করেছে মাধবডিহি থানার পুলিস। ধৃতের নাম সুদীপ কারক। মাধবডিহি থানার সুবলদহ গ্রামে তার বাড়ি। তাকে আটকে রেখে পুলিসের হাতে তুলে দেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। ঘটনার বিষয়ে জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক শশীকুমার চৌধুরি মাধবডিহি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া ও ভীতি প্রদর্শনের ধারায় মামলা রুজু করেছে পুলিস। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে বৃহস্পতিবার পর্যন্ত বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নিের্দশ দেন সিজেএম রতন কুমার গুপ্তা।
পুলিস জানিয়েছে, সোমবার বেলা ১০টা নাগাদ সুবলদহ গ্রামে অবৈধ বালির কারবার রুখতে অভিযান চালায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। সঙ্গে ছিল পুলিসও। ফতেপুর ঘাট থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক্টরকে আটকায়। ট্রাক্টর চালককে আটক করা হয়। এক কর্মীর কাছে ট্রাক্টরটিকে রেখে ফতেপুর ঘাটে আরও গাড়ি ধরতে যান দপ্তরের আধিকারিকরা। এরপর মালিক কয়েকজন লোক নিয়ে জোর করে ট্রাক্টরটি সেই কর্মীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। বাধা দিতে গেলে তাঁকে গালিগালাজ করা হয় ও ভয় দেখানো হয়। ঘটনার কথা জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে লিখিতভাবে জানানো হয়। সেই রিপোের্টর ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করেন জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক।