বর্ধমান (পূর্ব বর্ধমান) :- একেবারেই প্রতিশ্রুতি তথা দেওয়া কথা অনুযায়ী কাজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি ঘোষণা করেছিলেন ২৬ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার মেটাবে এবং ওইদিন থেকেই ১০০ দিনের কাজ করা শ্রমিকদের বকেয়া টাকা তাঁদের অ্যাকাউন্টে চলে যাবে। আর মুখ্যমন্ত্রীর ঘোষণা মতই সোমবার থেকে পূর্ব বর্ধমান জেলায় শুরু হল ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার কাজ। গোটা জেলায় ১০০ দিনের কাজের এই টাকা প্রদান যাতে সুষ্ঠভাবে হয় সেজন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম।