বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ১৯৯০ সাল থেকে জুতো পরা ছেড়েছেন। একের পর এক অত্যাচারেও দমেননি জয়দেব বাগ্দী, বিজেপি ক্ষমতায় না আসলে জুতোই পরবেন না তিনি এমন প্রতিজ্ঞাই করে বসেছেন পঞ্চাশোর্ধ পূর্ব বর্ধমানের বুদবুদ থানার দেবশালা গ্রামের বাসিন্দা জয়দেব বাগদি। সিপিএম, তৃণমূল কংগ্রেসের একের পর এক অত্যাচার হয়েছে তাঁর পরিবারের ওপর। তৃণমূল কংগ্রেসের অত্যাচারে তাঁর বাঁ কাঁধের হাড়ও ভেঙ্গে গেছে। তাঁর স্ত্রীকে ২০১১ সালে বিধানসভা নির্বাচনের সময় এমন মারধর করা হয়েছিল যে তিনি এখনও চিকিত্সা করাচ্ছেন। কয়েকজনের বিরুদ্ধে বর্ধমান আদালতে মামলাও চলছে। কিন্তু তাতেও বিজেপির প্রতি তাঁর ভালবাসা এতটুকু কমেনি। আর তাই তিনি প্রতিজ্ঞা করেছেন রাজ্যে যতদিন না বিজেপি ক্ষমতায় আসবে ততদিন তিনি জুতো পরবেন না। ১৯৯০ সাল থেকেই তিনি এই প্রতিজ্ঞা পালন করছেন। বুধবার তাঁর এই প্রতিজ্ঞার কথা জানালেন বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং অহলুওয়ালিয়াকেও।