বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর আবাস যোজনার সার্ভের কাজ চাপানো ও সেই কাজকে ভিত্তি করে তাঁদের উপর হামলা ও হেনস্থার প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে একের পর এক দুর্নীতির ঘটনা সামনে আসতেই সরকারীভাবে এই প্রকল্পে বাড়ি-বাড়ি উপভোক্তাদের নাম খতিয়ে দেখতে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজে লাগানো হয়। আর সেই কাজ করতে গিয়েই গোটা রাজ্য জুড়েই আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ওপর জুলুম, সন্ত্রাস এমনকি মাত্রাতিরিক্ত অত্যাচারের জেরে আত্মহত্যা করার অভিযোগও উঠেছে। আর এরপরেই এই প্রকল্পের কাজ না করার দাবীতে সোচ্চার হন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলার ইনচার্জ ঝর্ণা পাল জানিয়েছেন, যতদিন যাচ্ছে ততই এই আবাস যোজনার নতুন নতুন দুর্নীতি বেড়িয়ে আসছে। আর তার ফল ভোগ করতে হচ্ছে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের। এই ঘটনার জেরে সাধারণ মানুষের সঙ্গে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। তিনি জানিয়েছেন, এই আবাস যোজনার তালিকা তাঁরা করেননি। কাজেই এই তালিকার দায়ভার তাঁদের ওপর চাপানো হলে তাঁরা ছেড়ে কথা বলবেন না। তিনি জানিয়েছেন, এদিন পূর্ব বর্ধমান জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারকে তাঁরা জানিয়েছেন, মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কিত কাজ ছাড়া তাঁদের দিয়ে এই কাজ করানো যাবে না। তিনি জানিয়েছেন, আবাস যোজনার সার্ভে আমরা করবো না। গোটা রাজ্য জুড়ে এই ঘটনায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা নিরাপত্তা হীনতায় ভুগছেন।