E Purba Bardhaman

সরাসরি বিজেপি নেতাদের বিরুদ্ধে ঘুষ নেবার অভিযোগ দায়ের আদালতে

The allegations of claiming a bribe against local BJP leaders. Attacking the house for not giving bribe money to the BJP leader

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বাড়ি তৈরীর জন্য ৮০ থেকে ৯০ হাজার টাকা দিতে হবে – নাহলে তাঁর শিশুপুত্রকে খুন করা হবে বলে স্থানীয় বিজেপি নেতাদের হুমকির জেরে আদালতে নালিশ ঠুকলেন একটি বেসরকারী নার্সিংহোমের নার্স। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো বর্ধমানে। বর্ধমান শহর লাগোয়া স্বস্তিপল্লী দক্ষিণপাড়ার বাসিন্দা দুর্গাপুরের একটি বেসরকারী নার্সিংহোমের নার্স পার্বতী পাল বিজেপি নেতাদের কাটমানির হুমকির ঘটনায় সংশ্লিষ্ট শক্তিগড় থানায় অভিযোগ জানান। কিন্তু তাতেও কাজ না হওয়ায় তিনি জেলা পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানান। তাতেও লাভ না হওয়ায় বৃহস্পতিবার তিনি বর্ধমান আদালতের সিজেএমে বিজেপি নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করেছেন। তাঁর আইনজীবী সদন তা জানিয়েছেন, এদিন আদালত পার্বতীদেবীর অভিযোগ গ্রহণ করে গোটা বিষয়ে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন শক্তিগড় থানার ওসিকে। উল্লেখ্যমুখ্যমন্ত্রীর কাটমানি নিয়ে বক্তব্যের পর থেকে গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও রীতিমত শাসকদলের নেতাদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। জায়গায় জায়গায়চলছে নেতাদের বাড়ি ঘিরে বিক্ষোভভাঙচুরবোমাবাজিগুলি এমনকি রীতিমত মুচলেকা লিখিয়েও নেবার মত ঘটনাও ঘটে চলেছে। বৃহস্পতিবারও গলসীতে রীতিমত মাইক নিয়ে বিজেপি কর্মীরা কাটমানির বিষয় নিয়ে মিটিং ডাকার আবেদন জানাতে গেলে উত্তেজনা বাড়ে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের আটক করে গলসী থানার পুলিশের হাতে তুলে দেয়। গত কিছুদিন ধরেই যখন রীতিমত এই কাটমানি ইস্যুতে কোণঠাসা শাসকদল এমনকি বিজেপি সরাসরি কাটমানি ইস্যুতে রাস্তায় নেমে পড়েছে সেই সময় কাটমানি নিয়ে এই অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধেই। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহর লাগোয়া স্বস্তিপল্লী দক্ষিণপাড়া এলাকায়। পার্বতী পাল জানিয়েছেনবছর খানেক আগে তিনি প্রায় দেড় কাঠা সরকারী জমি পেয়েছেন। ওই জমি পাওয়ার জন্য তাঁকে স্থানীয় তৃণমুল নেতাদের টাকাও দিতে হয়। তার বিনিময়ে তাদের জমির পাট্টাও দেবার কথা ছিল। কিন্তু এখনও তাঁরা সেই পাট্টা পাননি। এরইমাঝে পাট্টা দেবার জন্য প্রায়শই তাঁদের কাছ থেকে অল্পবিস্তর টাকা নিয়ে গেছেন ওই নেতারা। পার্বতীদেবী জানিয়েছেনতাঁর মত ওইএলাকায় প্রায় ৭৫ জনকে সরকারী খাসজমি টাকার বিনিময়ে দেওয়া হয়েছে। তাঁদের কাছেও একইভাবে টাকা চাওয়া হচ্ছে বলে দাবী করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেনসেই তৃণমূল নেতারাই লোকসভা নির্বাচনের পর পোশাক বদলে বর্তমানে বিজেপির নেতা হয়ে ফের বাড়ি তৈরীর জন্য তাঁর কাছ থেকে টাকা দাবী করেছেন। এমনকি টাকা না দিলে তাঁর শিশুপুত্রকে খুন করার হুমকিও দেওয়া হয়েছে। সোমবার ওই নেতারা এসে তার বাড়ির পাঁচিল ভেঙে দেয় বলে তিনি অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেনতাঁর স্বামী কলকাতার সল্টলেকে কর্মরত। তাঁর ছোট শিশুপুত্র তাঁর শাশুড়ির কাছে থাকে। এই ঘটনায় তিনি রীতিমত আতংকে রয়েছেন। পার্বতীদেবী জানিয়েছেনগোটা বিষয়টি শক্তিগড় থানায় জানালেও কোনো সুফল মেলেনি। এমনকি বিষয়টি জেলা পুলিশ সুপারকেও জানিয়েছেন। কিন্তু তাতেও সুরাহা মেলেনি। বাধ্য হয়েই বৃহস্পতিবার বর্ধমান আদালতের সিজেএমে বাসুদেব সরকার,প্রসেনজিত দাসরুবি রায়প্রসেনজিত দাসের স্ত্রী সোমা দাসসঞ্জয় ডাকুয়া সহ ২৫৩০ জনের নামে এফআইআর করেছেন। এই বিষয়ে অভিযুক্তদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। যদিও এব্যাপারে বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি সুভাষ দত্ত জানিয়েছেনযাঁদের নামে অভিযোগ তাঁরা কেউই বিজেপির কর্মকর্তা বা কর্মীও নন। এ ব্যাপারে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে তাঁরাও সহযোগিতা করবেন। তিনি জানিয়েছেনএকেবারেই গ্রাম্যবিবাদকে রাজননৈতিক রং দেবার চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে বিজেপি মোটেও জড়িত নয়। তিনি জানিয়েছেনবিজেপি এই ধরণের কাজকে মোটেও সমর্থন করছে না। 

Exit mobile version