মাধবডিহি (পূর্ব বর্ধমান) :- নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্ত হলেন রায়না ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। রাজ্যের শাসক দলের নেতার আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলায়। বুধবার মাধবডিহি থানার বড়বৈনানে ভোটের ফল নিয়ে দলীয় পর্যালোচনা বৈঠক করে বের হওয়ার সময় একদল মানুষ অস্ত্রশস্ত্র নিয়ে রায়না ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনসার আলি খানকে অতর্কিত আক্রমন করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা জানিয়েছেন, বুধবার দুপুরে দলীয় কর্মীদের নিয়ে আনসার আলি যখন বৈঠক করছিলেন তখন কিছু বিজেপি এবং সিপিআই(এম)-এর সমর্থক সশস্ত্রভাবে আনসার আলিকে আক্রমণ করে। এই ঘটনায় তৃণমূল সমর্থক, কর্মী এবং নেতারা হতচকিত হয়ে পড়েন। কয়েক মিনিট সশস্ত্র আক্রমণ চালানোর পর দুষ্কৃতীরা পালিয়ে যায়।
অন্যদিকে, এদিন সন্ধ্যায় ভাতারের নবাব নগর ক্যাম্পে বিজেপি-তৃণমূল সংঘর্ষ হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় সুশান্ত বিশ্বাস নামে তৃণমূলের এক নেতা আহত হয়েছেন। তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।