নিজস্ব প্রতিবেদন, আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- তৃণমূল কংগ্রেসের আউশগ্রামের বিল্বগ্রাম অঞ্চলের সভাপতি উজ্জ্বল বন্দোপাধ্যায়কে খুনের ৩ দিন পর আউশগ্রামের তৃণমূল বিধায়ক অভেদানন্দ থাণ্ডার মৃত নেতার বাড়িতে গেলে ক্ষোভে ফেটে পড়লেন দলীয় সমর্থকরা। রবিবার সকালে বিধায়ক স্থানীয় যুব তৃণমূল সভাপতি প্রশান্ত গোস্বামীকে সংগে নিয়ে মৃত নেতার বাড়িতে যান। কেন এতদিন পরে বিধায়ক এলেন তা নিয়ে রীতিমত কৈফিয়ত চান দলীয় সমর্থকরা। একইসংগে তারা এই খুনে জড়িত মুল অভিযুক্তরা এখনো ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি অনুকুল না থাকায় মৃতের বাড়িতে মিনিট খানেক থেকেই দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে চলে যান বিধায়ক। এলাকার কয়েকশো তৃণমুল সমর্থক জানিয়েছেন, মুল অভিযুক্তরা অবিলম্বে গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। অন্যদিকে, এদিনই সন্ধ্যায় পরিস্থিতি সামাল দিতে তৃণমূল কংগ্রেসের আউশগ্রামের পর্যবেক্ষক তথা বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল আউশগ্রাম ১-এর সমস্ত দলীয় পদাধিকারীদের তাঁর কাছে ডেকে পাঠিয়েছেন বলে জানা গেছে।