বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দুর্গা উৎসব উপলক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘মা-এর কানির্ভাল ২০২৩’-এ অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সেরাদের পুরস্কৃত করা হল। শনিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস-সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষেরাও।