E Purba Bardhaman

যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে বর্ধমানে সচেতনতা শিবির

Awareness camp in Burdwan for eradication of tuberculosis

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২০২৫ সালের মধ্যে রাজ্য থেকে যক্ষ্মাকে নির্মূল করার ডাক দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আর সেই লক্ষ্য নিয়ে রবিবার গোটা রাজ্য জুড়ে বিভিন্নভাবে পালিত হবে বিশ্ব যক্ষ্মা দিবস। আর তারই প্রাক্কালে শনিবার বর্ধমানের বীরহাটা এলাকায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্থানীয় একটি ক্লাবে আয়োজন করা হল স্বাস্থ্য শিবিরের। একইসঙ্গে রানীবাগান ও কোড়াপাড়া বস্তি এলাকার প্রায় ১৫০ জন শিশু ও বয়স্ক মানুষের স্ক্রিনিং করা হল। উল্লেখ্য, এবছর বিশ্ব যক্ষ্মা দিবসের থিম “ইয়েস, উই ক্যান এন্ড টিবি”। বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানিয়েছেন, এদিন টিবির পাশাপাশি এইচআইভি, ডায়াবেটিস এবং হাইপারটেনশনও পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসকরা। এই সংস্থার সভাপতি সুনন্দা প্রামাণিক জানান, এই ক্যাম্পের মাধ্যমে যক্ষ্মারোগীদের সহজেই শনাক্ত করে তাঁদের সুচিকিৎসা ব্যবস্থা করা সম্ভব হয়েছে। অন্যান্যদের মধ্যে এদিন এই সংস্থার তরফে উপস্থিত ছিলেন সুদীপ মন্ডল, শিল্পা অধিকারী, দ্যুতি কোনার, অর্পিতা আঢ্য-সহ অন্যান্য সদস্যরা।

Exit mobile version