E Purba Bardhaman

বিশ্ব হেপাটাইটিস দিবসে সচেতনতামূলক প্রচার

Awareness campaign on World Hepatitis Day

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রবিবার বিশ্ব হেপাটাইটিস দিবসে বর্ধমান শহর জুড়ে ট্যাবলোর মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালাল বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। বিবেকানন্দ কলেজমোড়, নীলপুর বাজার, আলমগঞ্জ, পুলিশ লাইন বাজার, পারবীরহাটা, খোসবাগান, কার্জন গেট এবং স্টেশন চত্বর জুড়ে হেপাটাইটিস রোগের বিপদ ও প্রতিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। সাধারণ মানুষের হাতে হেপাটাইটিসের প্রকার, কারণ, লক্ষণ ও প্রতিকার সম্বলিত প্যামপ্লেট তুলে দেওয়া হয়। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানিয়েছেন, সারা বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে একজন মানুষ হেপাটাইটিসে মারা যান। ভারতে মোট ৪০ মিলিয়ন মানুষ হেপাটাইটিস বি রোগে এবং ১২ মিলিয়ন মানুষ হেপাটাইটিস সি রোগে আক্রান্ত। এছাড়াও আছে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই-এর সংক্রমণ। তাই এখনই সচেতন না হলে আগামীদিনে আমাদের জন্য ভয়ানক বিপদ অপেক্ষা করে আছে। এদিন সোসাইটির মিডিয়া অফিসার অঙ্কিতা সামের জন্মদিন উপলক্ষ্যে ২০ জন গরীব দুঃস্থ মানুষের হাতে দুপুরের আহার হিসাবে ভাত, ডাল, আলুভাজা, পোস্ত, ডিমের কারি, চাটনি ও পাঁপড় তুলে দেওয়া হয়।

Exit mobile version