E Purba Bardhaman

ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই বাজারে ওষুধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তুলল এ ডবলু বি এস আর ইউ

AWBSRU alleged that drugs are being sold in the market without clinical trials

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই বাজারে ওষুধ বিক্রি করা হচ্ছে। আর এই ক্লিনিক্যাল ট্রায়াল হিসাবে ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষকে। যা ভয়াবহ অপরাধ। বৃহস্পতিবার বর্ধমানের একটি অনুষ্ঠান বাড়িতে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ তুলেছেন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক জয়ন্ত কুমার পাঁজা। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে এই ইউনিয়নের ৪৯তম রাজ্য সম্মেলন। জয়ন্তবাবু জানিয়েছেন, এই সম্মেলনে বিভিন্ন জেলা থেকে প্রায় ৩ হাজার প্রতিনিধি অংশ নেবেন। একটি নামি কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ জয়ন্ত কুমার পাঁজা এদিন জানিয়েছেন, বিভিন্ন ওষুধ কোম্পানি কোনোরকম ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই বাজারে ওষুধ বিক্রি করছে। যা করা যায় না এবং ভয়াবহ ঘটনা। কোন ওষুধের কী প্রতিক্রিয়া তা আগে পরীক্ষা নিরীক্ষার পরই বাজারজাত করার নিয়ম। কিন্তু তাঁর দাবি, এই রকম কোনো ট্রায়াল ছাড়াই বাজারে বিকোচ্ছে ওষুধ। তিনি জানিয়েছেন, আগামী রাজ্য সম্মেলনে সমস্ত ওষুধ ও স্বাস্থ্য পরিষেবা থেকে সম্পূর্ণভাবে জিএসটি প্রত্যাহার করা, সকলের জন্য স্বাস্থ্যকে বাস্তবায়িত করতে জিডিপির অন্তত ৩ শতাংশ বরাদ্দ করা, শ্রম কোডকে বাতিল করা, সুদক্ষ শ্রমিক হিসাবে ন্যূনতম মজুরি চালুর দাবির বিষয় নিয়ে আলোচনা হবে। তিনি জানিয়েছেন, তাঁরা অরাজনৈতিক সংগঠন হিসাবে সবসময়ই শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের জন্য লড়াই করছেন। চলতি সময়ে সন্দেশখালি কাণ্ড থেকে দিল্লীতে কৃষক আন্দোলনেও তাঁরা পাশে রয়েছেন নির্যাতিতা অত্যাচারিতদের। প্রসঙ্গত, তিনি জানিয়েছেন, মেডিক্যাল ও সেলস রিপ্রেজেনটেটিভদের জন্য কেন্দ্র সরকারের ত্রিপাক্ষিক কমিটির বৈঠকই হয়নি গত প্রায় ১০ বছর। একইভাবে রাজ্যের ক্ষেত্রে এই বৈঠক হয়নি প্রায় ৪ বছর। ফলে এই রাজ্য সম্মেলনে এই বিষয়গুলি নিয়েও আলোচনা হবে। অন্যান্যদের মধ্যে এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অরুণাভ বসু, সম্মেলন কমিটির চেয়ারম্যান পলাশ চক্রবর্তী, আঞ্চলিক সম্পাদক সোমনাথ বসু প্রমুখরাও।

Exit mobile version