E Purba Bardhaman

বেহাল রাস্তা; কাদা-জল দিয়ে পঞ্চায়েত সমিতির কর্তাদের হাঁটতে বাধ্য করলেন গ্রামবাসীরা

bad roads; Villagers forced Panchayat Samiti officials to walk through mud and water

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গ্রামবাসীদের চাপের মুখে পড়ে বেহাল রাস্তায় হাঁটু সমান কাঁদা জলে নেমে হাঁটতে বাধ্য হলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ-সহ অন্যান্য আধিকারিকরা। পরে মুচলেকা লিখে মিললো মুক্তি। এমনকি নবস্থা ১ গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বর্ধমান-কালনা রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখালেন মেমারী থানার বেগুট গ্রামের গ্রামবাসীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসী অজয় কান্ত সাঁই অভিযোগ করেছেন, মেমারী থানার অন্তর্গত বেগুট গ্রামের প্রধান রাস্তা-সহ আরও একাধিক রাস্তা দীর্ঘ প্রায় ১০-১২ বছর ধরে বেহাল। বারবার প্রশাসনের সর্বোচ্চ স্তরেও জানিয়েও কোনো সুরাহা হয়নি। এরপর আবার গত কয়েকদিনের বৃষ্টিতে জল জমে রাস্তাগুলিতে চলাচল করা কার্যত দুরূহ হয়ে উঠেছে। ঘটছে দুর্ঘটনাও। তাই অবিলম্বে রাস্তাগুলি মেরামতি ও এসডিও এবং বিডিও-কে এলাকায় এসে পরিস্থিতি দেখতে হবে এই দাবিতে প্রথমে নবস্থা ১ গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ও পরে বর্ধমান-কালনা রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের জেরে একপ্রকার বাধ্য হয়ে ঘটনাস্থলে পৌঁছান বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবদীপ দাস, পূর্ত কর্মাধ্যক্ষ পরেশ কাহার-সহ অন্যান্যরা। তাঁদের পৌঁছানোর পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এরপরই পরিস্থিতি বোঝাতে তাঁদের বেহাল রাস্তায় হাঁটু সমান কাঁদা জলে নেমে হাঁটতে বাধ্য করেন স্থানীয়রা। পরে শুক্রবার থেকেই রাস্তাগুলো মেরামতি করা হবে এই মুচলেকা লিখে বিক্ষোভরত গ্রামবাসীদের কাছ থেকে মুক্তি পান পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষরা। এব্যাপারে বর্ধমান ২ ব্লকের জয়েন্ট বিডিও শিল্পা ভকত জানিয়েছেন, শুক্রবার থেকেই দ্রুততার সাথে রাস্তা মেরামতির কাজ করা হবে এবং বর্ষা মিটতেই সম্পূর্ণ রাস্তা সংস্কারে হাত দেওয়া হবে।

Exit mobile version