E Purba Bardhaman

তৃণমূল ছাত্র পরিষদের নেতার আগাম জামিন মঞ্জুর

ফাইলচিত্র – অধ্যাপকেরা অভিযোগ জানাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগাম জামিন পেলেন মেমারি কলেজের শিক্ষাকর্মী তথা তৃণমূল ছাত্র পরিষদের নেতা মুকেশ শর্মা ও কলেজের আংশিক সময়ের শিক্ষক রবীন মজুমদার। গ্রেপ্তার এড়াতে আগাম জামিনের আবেদন করেন তারা। বুধবার সেই আবেদনের শুনানি হয়। অভিযুক্তদের আইনজীবী আদালতে বলেন অভিযোগ ঠিক নয়। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দু’জনকে। সরকারি আইনজীবী অরূপ রতন সরকার জামিনের বিরোধিতা করেন। দু’পক্ষের সওয়াল শুনে অভিযুক্তদের আগাম জামিন মঞ্জুর করেন জেলা ও দায়রা বিচারক কেশাং ডোমা ভুটিয়া।
ঘটনার বিষয়ে গত ৩১ মে মেমারি কলেজের অধ্যক্ষ দেবাশিস চক্রবর্তী পুলিসে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ২৮ মে তাঁকে ঘেরাও করে রেখে জোর করে দু’টি নোটিশে সই করতে বাধ্য করা হয়। সেই সময় শিক্ষক রবীন মজুমদার তাঁকে গালিগালাজ করেন। পরেরদিন তাঁকে এবং কলেজের শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও করে রেখে হেনস্থা করা হয়। সেদিন সংস্কৃত বিভাগের অধ্যাপিকা সোনা দেবাহুতির মোবাইলটি কেড়ে নেওয়া হয়। তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। তার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে পদত্যাগের জন্য হুমকি দেওয়া হয়। এমনকি ছাত্রীদের দিয়ে শ্লীলতাহানির কেসে
ফাঁসানোর হুমকি দেওয়া হয় তাকে এবং অধ্যাপকদের। অধ্যাপিকা মুনমুন বন্দ্যোপাধ্যায়ের বেতন সংক্রান্ত নথিপত্রও আটকে রাখা হয়। পুরো ঘটনাই মুকেশের নেতৃত্বে ঘটেছে বলে অভিযোগে জানিয়েছেন অধ্যক্ষ।

Exit mobile version