বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এবার পূর্ব বর্ধমান জেলার হাট, বাজার নিয়ে তথ্য সংগ্রহে নামল বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্র। রবিবার বর্ধমানের জাগরী সভাঘরে এই চর্চা কেন্দ্রের ১৬তম বর্ষপূর্তিতে বর্ধমান জেলার হাট বাজার নিয়ে একদিনের রাজ্যস্তরের কর্মশালা অনুষ্ঠিত হল। এই কর্মশালায় স্মারক সম্মান দেওয়া হয় অজয় পত্রিকাকে, ড. সোমা মুখোপাধ্যায় এবং কুন্তল অধিকারীকে। জীবন কৃতি সম্মান দেওয়া হয় শম্ভু ভট্টাচার্য্যকে। কর্মশালার আলোচনায় অংশ নেন ড. রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায়, ড. প্রসেনজিত সরকার, লক্ষ্মীকান্ত পাল, নয়নিকা যশ, সৈয়দ সেরিনা, ড. সুজয় অধিকারী, ড. যুগল মুখোপাধ্যায়, হিমাদ্রি শংকর দে-সহ মোট ১৪জন। এই বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের সম্পাদক ড. সর্বজিত যশ জানিয়েছেন, এক একসময় তাঁরা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করেন। এবার তাঁরা বর্ধমান জেলার হাট ও বাজার নিয়ে কাজ করতে নামলেন। তিনি জানিয়েছেন, বর্ধমান জেলায় বহু প্রসিদ্ধ হাট ও বাজার বন্ধ যেমন হয়ে গেছে, তেমনি অনেক নতুন নতুন বাজার ও হাট তৈরি হয়েছে। এই সমস্ত হাটের ইতিহাসকে তুলে ধরতেই তাঁদের এই উদ্যোগ।