E Purba Bardhaman

ক্যারাটের মান উন্নয়নে আসন্ন কর্মসূচি সম্পর্কে জানাতে সাংবাদিক বৈঠক করল ‘বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন’

'Bardhaman Karate-Do Association' held a press conference to inform about the upcoming program organized to improve the quality of karate in Purba Bardhaman district.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলার ক্যারাটে খেলোয়াড় এবং কোচদের টেকনিক্যাল উন্নতির জন্য আয়োজিত আসন্ন কর্মসূচি সম্পর্কে জানাতে সাংবাদিক বৈঠক করল ‘বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন’। শনিবার বর্ধমান শহরের একটি অনুষ্ঠান বাড়িতে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন, এই প্রথমবার পূর্ব বর্ধমান জেলাতে রেফারি সেমিনার করাতে আসছেন ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেন। এই রেফারি সেমিনারের আয়োজন করা হয়েছে আগামী ৩০ মার্চ বর্ধমানের বিসি রোডের ওপর অবস্থিত সঙ্গম ম্যারেজ হলে। হানসি প্রেমজিত সেন ৩১ মার্চ বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে ক্যারাটে শিক্ষার্থীদের জন্য একটি অ্যাডভান্স ক্যারাটে ট্রেনিং ক্যাম্পও করাবেন।
রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন, হানসি প্রেমজিত সেন হলেন ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর সভাপতি এবং ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের জয়েন্ট সেক্রেটারি। হানসি প্রেমজিত সেন বিগত বছরে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দক্ষ রেফারি হিসেবে ব্রোঞ্জ পিন সম্মানে ভূষিত হয়েছেন। কোচ হিসেবে তিনি অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক মেডেলিস্ট তৈরি করেছেন। তিনি হলেন বাংলার একমাত্র কোচ যার কোচিংয়ে ওয়ার্ল্ড ক্যারাটে ইউথ লিগে দুজন পদক লাভ করেছেন। দেবাশীষ মন্ডল জানিয়েছেন, সেমিনার, ট্রেনিং ক্যাম্প ছাড়াও আগামী ১০ মার্চ পঞ্চম পূর্ব বর্ধমান জেলা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪ আয়োজিত হবে। বর্ধমানের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে রাজ্য ক্যারাটে প্রতিযোগিতার জন্য এই জেলার বাছাই পর্ব করা হবে বলেও জানিয়েছেন তিনি।
দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে পূর্ব বর্ধমান জেলা ক্যারাটের ইতিহাসে। বিশ্বখ্যাত ব্যক্তির কাছ থেকে আন্তর্জাতিক মানের ক্যারাটে সংক্রান্ত জ্ঞান অর্জনের এটি একটি সুবর্ণ সুযোগ জেলার সকল খেলোয়াড়, কোচ ও জাজদের কাছে। হানসি প্রেমজিত সেন দ্বারা পরিচালিত রেফারি সেমিনার ও অ্যাডভান্স ক্যারাটে ট্রেনিং ক্যাম্প আগামীদিনে পূর্ব বর্ধমান জেলা ক্যারাটের মান নিশ্চিতভাবেই বৃদ্ধি করবে বলে তাঁরা আশাবাদী।” এদিন সাংবাদিক বৈঠক থেকে বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে জেলা ক্যারাটের উন্নতির জন্য আয়োজিত আগাম কর্মসূচি গুলির অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়।

Exit mobile version