E Purba Bardhaman

শুরু হল বর্ধমান পৌর উৎসব ২০২৩, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

Bardhaman Poura Utsav 2023 has started and will continue till December 31

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শনিবার থেকে বর্ধমানের শাঁখারীপুকুর উৎসব ময়দানে শুরু হল বর্ধমান পৌর উৎসব ২০২৩। এদিন উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়, অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায়, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা উৎসবের উদ্বোধক আশীষ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ-সহ একাধিক আধিকারিক এবং বিধায়ক ও পৌরসভার প্রতিনিধিরা। এদিন দর্শকদের দুকলি টপ্পা গান গেয়ে মোহিত করে দেন শ্রীকুমার চট্টোপাধ্যায়। অভিনেত্রী শতাব্দী রায়ও গান গেয়ে শোনান। বক্তব্য রাখতে গিয়ে এদিন উদ্বোধক আশীষ বন্দ্যোপাধ্যায় মেলার উপযোগিতা নিয়ে বলেন। বর্ধমান পৌর উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ্য, এবারে উৎসবের থিম করা হয়েছে ‘ইতিহাসের বর্ধমান, উন্নয়নে বাড়ছে মান’। প্রতিদিনই থাকেছে স্থানীয় শিল্পীদের একাধিক অনুষ্ঠান। এবার পৌর উৎসবে অংশ নেওয়ার জন্য ৬৯৫ জন স্থানীয় শিল্পী অনলাইনে আবেদন করেন। তাঁদের মধ্যে থেকে ২২০ জনকে বাছাই করা হয়েছে। এছাড়াও প্রথম দিন বাদে অন্যান্যদিনে থাকছেন অতিথী শিল্পী ও গানের দল। ২৪ ডিসেম্বর অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন প্রাঞ্জল, ২৫ ডিসেম্বর উপস্থিত থাকবেন জয়তী চক্রবর্তী, ২৬ ডিসেম্বর লোপামুদ্রা মিত্র, ২৭ ডিসেম্বর ‘বর্ধমানের তারারা – অংশগ্রহণে তাপস মিত্র, আরাত্রিকা ভট্টাচার্য্য, অভিষেক দাস, মধুপর্ণা হাজরা’। ২৮ ডেসেম্বর জলি মুখার্জী। ২৯ ডিসেম্বর শোভন গাঙ্গুলী, ৩০ ডিসেম্বর দোহার এবং ৩১ ডিসেম্বর পৃথিবী। এদিন পুরপ্রধান পরেশচন্দ্র সরকার জানিয়েছেন, বর্ধমান পুরসভা নিয়ত চেষ্টা করে চলেছে বর্ধমানের উন্নয়নের জন্য। রাস্তাঘাট, ড্রেনেজ, সৌন্দর্য্যায়ন যেমন ঘটেছে তেমনি সাধারণ মানুষের স্বার্থেও পুরসভা কাজ করে চলেছে। উল্লেখ্য, এদিন শাঁখারীপুকুরের এই উৎসব ময়দানের গেটের উদ্বোধন করেন পুরপ্রধান পরেশচন্দ্র সরকার।

Exit mobile version