E Purba Bardhaman

২৩ ডিসেম্বর থেকে বর্ধমান পৌর উৎসব, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘বর্ধমান পৌর উৎসব’। এবারে উৎসবের থিম করা হয়েছে “ইতিহাসের বর্ধমান, উন্নয়নে বাড়ছে মান”। সোমবার বর্ধমান পৌরসভায় সাংবাদিক বৈঠকে পুরপ্রধান তথা বর্ধমান পৌর উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি পরেশচন্দ্র সরকার জানিয়েছেন, এবারে উৎসবের বাজেট প্রায় ৫৫ লক্ষ টাকা। থাকছে প্রায় ১৭৫টি স্টল। এর মধ্যে স্বনির্ভর গোষ্ঠী এবং হস্তশিল্পীদের জন্যও থাকছে বিনামূল্যে বিকিকিনির ব্যবস্থা। পুরপ্রধান জানিয়েছেন, গত ৮ বছর ধরে পৌর উৎসব করে তাঁদের উদ্বৃত্ত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা। তিনি এদিন জানিয়েছেন, ইতোমধ্যেই আবেদন এসেছে ওই টাকায় বর্ধমান শহরে একটি ম্যারেজ হল করার। তাঁরা সেই আবেদন নিয়ে চিন্তাভাবনা করছেন। উল্লেখ্য, বর্ধমান শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ইতিহাস। ইতিহাসের সাক্ষী হিসাবেও রয়েছে একাধিক নিদর্শন। এদিন পরেশবাবু জানিয়েছেন, পৌরসভার পক্ষ থেকে সেই সমস্ত নিদর্শনের জায়গাগুলিকে তাঁরা সংস্কার করছেন এবং একইসঙ্গে সৌন্দর্য্যায়নও ঘটাচ্ছেন। তিনি জানিয়েছেন, এবারে পৌর উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন চলচ্চিত্রাভিনেতারা। এছাড়াও বিভিন্ন দিনে থাকছেন একাধিক নামি শিল্পী এবং শিল্পী গোষ্ঠীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও এবার পৌর উৎসবে থাকছেন স্থানীয় ২২০ জন শিল্পী। পুরপ্রধান জানিয়েছেন, প্রতিবছরই স্থানীয় শিল্পীদের সুযোগ দেবার প্রচুর পরিমাণে আবেদন জমা পরে। এবারে শিল্পীরা অনলাইনে আবেদন জানিয়েছিলেন। মোট ৬৯৫ জন আবেদন করেন। তাঁদের মধ্যে থেকে ২২০ জনকে বাছাই করা হয়েছে। পৌর উৎসবকে কেন্দ্র করে প্রতিবারের মত শুরু হয়েছে বিভিন্ন প্রতিযোগিতাও। পুরকর্মীদের মধ্যে ক্রিকেট, ফুটবল-সহ নানান প্রতিযোগিতাও চলছে। একইসঙ্গে বর্ধমান টাউন হলে ১১ টি নাট্যদলকে নিয়ে ১৯ থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নাটকের প্রতিযোগিতাও। পৌর উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। অন্যান্যদের মধ্যে এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস-সহ পুর কাউন্সিলাররাও।

Exit mobile version