কালনা (পূর্ব বর্ধমান) :- সোমবার দুপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে করতে গিয়ে আক্রান্ত হলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস৷ অভিযোগের তীর তৃণমূলের দিকে৷ প্রার্থীর গাড়ি ভাঙচুর করার পাশাপাশি, তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ এই ঘটনাকে হাতিয়ার করে জেলাপ্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব৷ বিজেপির দলীয় সূত্রে জানানো হয়েছে, ছাপ্পা ভোটের অভিযোগের খবর পেয়ে এদিন দুপুরে কালনার মহিষমর্দিনী গার্লস হাইস্কুলের ৯/১৭ নম্বর বুথ পরিদর্শনে যান বিজেপির প্রার্থী পরেশ চন্দ্র দাস৷ তাঁর অভিযোগ, বুথের কাছে পৌঁছাতেই তাঁর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা৷ তাঁর গাড়ি ভাঙচুর করা হয়৷ তাঁকেও শারীরিক ভাবে নিগ্রহ করা হয়৷ হুমকি দেওয়া হওয়া হয় তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার৷