বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মাত্র ১০দিনের নোটিশে বিবিএ, বিসিএ এবং বায়োটেকনোলজির তৃতীয় বর্ষের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করায় সোমবার ব্যাপক বিক্ষোভ দেখালো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। এরই পাশাপাশি এদিন অভিযোগ উঠেছে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর বিশ্ববিদ্যালয়ের কর্মীরা হামলা চালিয়েছে। ছাত্রীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের এই সমস্ত কোর্সের ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন, আগামী ১ এপ্রিল থেকে এই পরীক্ষা নেবার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। মাত্র ১০দিন আগে এই নোটিশ দেওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন অসংখ্য ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, দোলের ছুটির ঠিক আগে এই নোটিশ দেবার পর ২দিন ছুটি ছিল। ফলে ছাত্রছাত্রীদের ফর্ম ফিলাপ নিয়ে চরম জটিলতা সৃষ্টি হয়েছে। তাঁরা অভিযোগ করেছেন, মাত্র একদিনের মধ্যেই ফর্ম ফিলাপ করা গেলেও সেই পূরণ করা ফর্ম বিভিন্ন কলেজ থেকে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছাবে ২৬ মার্চ। পরবর্তী ২৭ ও ২৮ মার্চ এ্যাডমিট কার্ড তৈরী করতেই সময় চলে যাবে।