বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সম্প্রতি বাংলাদেশের ঘটনায় দুই দেশের মধ্যে সংস্কৃতির আদান-প্রদানে সাময়িকভাবে ছেদ পড়েছে। তবে আবার নিশ্চয়ই স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা রজতাভ দত্ত। শনিবার বর্ধমানে ‘কোহিনুর’ সিনেমার মুক্তি নিয়ে সাংবাদিক বৈঠকে যোগ দিতে আসেন রজতাভ দত্ত। আগামী ১৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই কল্পবিজ্ঞানের গল্প নিয়ে ছবি কোহিনুর। এই ছবিতে জেনারেল আদিত্যের ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ। ব্রিটিশ রিসার্চ অর্গানাইজেশনে সংরক্ষিত একটি হীরাকে চুরি করা এবং তাকে উদ্ধার করা নিয়েই রচিত হয়েছে চিত্র নাট্য। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক ও অভিনেতা সৌরভ দাস, প্রযোজক ও অভিনেত্রী সৌমি দত্ত রায়, মৌবনী দলুই-সহ কয়েকজন সহ শিল্পীও। বর্ধমান থেকে তৈরি হওয়া এই ছবির সাফল্য নিয়ে এদিন উচ্ছ্বসিত রজতাভ দত্ত। তিনি জানিয়েছেন, এতদিন ধরে দর্শকরা যে ধরনের ছবি দেখে এসেছেন এই ছবি তার থেকে আলাদা। বিনোদনে টানটান।