E Purba Bardhaman

২০০ ঘুঙুরের আওয়াজে শুক্রবার মুখরিত হবে বর্ধমানের টাউন হল

Bharat Sanskriti Utsab will be inaugurated on December 8

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বর্ধমান টাউন হলে ২০০ পায়ের ঘুঙুরের আওয়াজে রেকর্ড সৃষ্টি হতে চলেছে। ভারত সংস্কৃতি উৎসবের উদ্বোধনে ৮ জন কোরিওগ্রাফারের নেতৃত্বে এই প্রথম বর্ধমানে ১০০ জন নৃত্যশিল্পী একযোগে নৃত্য পরিবেশন করবেন। একইসঙ্গে ভজন সম্রাট অনুপ জালোটা কয়েক দশক পর বর্ধমানে সংগীত পরিবেশন করবেন বলে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানালেন ভারত সংস্কৃতি উৎসবের সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার। তিনি জানিয়েছেন, উদ্বোধনের দিন ১০০ শিল্পীর একযোগে নৃত্য পরিবেশন এই প্রথম বর্ধমানে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবারে ১০০ জন শিল্পী সমবেত সঙ্গীত পরিবেশন করেন। তৃতীয় দিন রবিবার ১০০ জন আবৃত্তিকার একযোগে আবৃত্তি পরিবেশন করবেন। চলতি নিম্নচাপের ভ্রুকুটি যে ৬৬ লক্ষ টাকার বাজেটের বর্ধমান ও কলকাতার এই উৎসবের উদ্যোক্তাদের দুশ্চিন্তায় ফেলেছে তার উল্লেখ করে প্রসেনজিৎ জানিয়েছেন, তাঁরা আশা করছেন শুক্রবার এই দুর্যোগ কেটে যাবে এবং বর্ধমানে ৮ থেকে ১৩ ডিসেম্বর এই উৎসবে ২২৪৮ জন শিল্পী প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়াও গ্রুপ বা একক শিল্পীরা ১৬৭ টি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। টাউন হল ময়দান, অডিটোরিয়াম এবং সংস্কৃতি লোকমঞ্চে প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হবে। কলকাতার অনুষ্ঠান বড়িশা হাই স্কুল ময়দান, বেহালা চৌরাস্তা এবং বেহালা শরৎ সদনে ২৩ থেকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়াও ২৫ ডিসেম্বর হুগলীর রিষড়া ভলিবল খেলার মাঠেও ভারত সংস্কৃতি উৎসবের একটা অংশ অনুষ্ঠিত হবে। প্রসেনজিৎ পোদ্দার জানিয়েছেন, এই সব জায়গায় মোট ৬ হাজার ২৫২ জন প্রতিযোগী অংশ নেবেন, এর মধ্যে বর্ধমানে অংশ নেবেন ২২৪৮ জন। এই ভারত সংস্কৃতি উৎসবের ১৬ তম আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং ৩৭ তম ভারতীয় সঙ্গীত ও নৃত্যের উৎসবের সূচনা উপলক্ষ্যে শুক্রবার সকালে টাউনহল থেকে শুরু হবে ‘সংস্কৃতি চেতনা পদযাত্রা’। পদযাত্রার সূচনা করবেন ভজন সম্রাট পদ্মশ্রী অনুপ জালোটা। পদযাত্রাটি রাধানগর পাড়া, রানীগঞ্জ বাজার, বিসি রোড হয়ে কার্জনগেটে শেষ হবে। এদিনই সন্ধ্যায় টাউন হল ময়দানে উৎসবের উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশনের বর্ধমান শাখা সম্পাদক স্বামী অজ্ঞেয়ানন্দ মহরাজ। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত থাকবেন মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলী তা গুপ্তা, ভাইস চেয়ারম্যান আইনুল হক, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস প্রমুখ। এছাড়া থাকবেন প্রবীণ ও নবীন শিল্পীরা। অনুষ্ঠানের প্রথম দিনে টাউন হল ময়দানে ভজন ও গজল সন্ধ্যায় অংশ নেবেন পদ্মশ্রী অনুপ জালোটা। প্রসেনজিৎ জানিয়েছেন, এবছর উৎসবের কলকাতা পর্বে ৯ টি বিদেশের শিল্পীরা ছাড়াও ভারতের ২২ টি রাজ্য থেকে শিল্পীরা অংশ নিচ্ছেন। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি পুরপ্রধান পরেশচন্দ্র সরকার, কার্য্যকরী সভাপতি তথা কাউন্সিলর অরুপ দাস, উৎসব কমিটির আহবায়ক শ্যামল দাস, শিল্পী অমৃতা দাস প্রমুখরা।

Exit mobile version