বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সন্দেশখালীর তৃণমূল বিধায়ককে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলল ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ। শুক্রবার বর্ধমানে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবিকে জোরালো করে তুলল এই সংগঠন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তপন কুমার সর্দার জানিয়েছেন, তৃণমূল সরকারের বিধানসভায় ২০১১ সাল থেকে উত্তর ২৪ পরগনা থেকে জয়ী সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাত, ইনি অ-আদিবাসী হয়ে সংরক্ষিত আসনে আদিবাসীদের প্রতিনিধিত্ব করছেন। বিধানসভাকে কলুষিত করছেন। তপনবাবু জানিয়েছেন, এই ধরনের ঘটনাগুলি নিয়ে আমরা দীর্ঘ বছর ধরে প্রশাসনের বিভিন্নস্তরে জানিয়ে আসছি। কিন্তু কোনও ফল পাওয়া যায়নি। মাহাত পদবীধারীরা পূর্বস্থলীতে আদিবাসী তকমা নিয়ে টুসু পরব করছে, সেখানে তাঁদের লোগো বিকৃত করে ব্যবহার করা হচ্ছে। সেখানে সরকারি আধিকারিকেরাও অতিথি হিসাবে থাকছেন।