বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রবিবার কলকাতায় ডাক্তার দেখাতে বেড়িয়ে পথে সন্ধ্যেবেলায় বর্ধমানের শক্তিগড়ে দাঁড়ালেন বীরভূমের ‘বেতাজ বাদশা’ তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। শক্তিগড়ে মেয়ে সুকন্যাকে নিয়ে গাড়িতে বসেই চিনি ছাড়া চা এবং শসা সহযোগে ঝালমুড়ি খেলেন তাঁরা। এদিন অনুব্রত তাঁর সঙ্গে কাজল সেখের মতবিরোধকে উড়িয়ে দিয়ে বলেন, কাজল এসেছিল। কথা হয়েছে। তবে কি কথা হয়েছে তা তিনি বলবেন না। ঘরের ব্যাপার অন্যকে কেন বলবেন। তিনি এদিন জানিয়ে যান, কলকাতায় আগে তিনি ডাক্তার দেখাবেন। তারপর ফিরে আসবেন বাড়িতে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়-সহ সকলের সঙ্গেই দেখা করতে পারবেন না। পরে দেখা করবেন। কলকাতা থেকে ফিরেই তিনি বাড়ির পুজোয় মন দেবেন। প্রসঙ্গত, এদিন বীরভূমে তাঁর তৈরি কোর কমিটি ভেঙে দেওয়া নিয়ে প্রশ্ন করায় অনুব্রত মণ্ডল জানান, তাঁর তৈরি কোর কমিটিই তো আছে। অন্য কোনো কমিটি নেই। এদিন তিনি মমতা বন্দোপাধ্যায়ের ওপর পূর্ণ আস্থা রেখেই জানান, দিদি যেভাবে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তা অভাবনীয়। রাজ্যের সবাই ভাল থাকুক, পুজো সকলের ভাল কাটুক এটাই তিনি চান।