বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঘর ভাঙার খেলা বাড়ছে। গোটা রাজ্যের বড় মাপের নেতৃত্বের দল বদলের পাশাপাশি জেলাস্তরেও চলছে একই ট্রাডিশন। বুধবারই বর্ধমা্নের আমড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুব্রত পাল বিজেপিতে যোগ দিয়েছেন সদলবলে।