E Purba Bardhaman

বর্ধমানে বিজেপির ডিএম অফিস ঘেরাও অভিযান

BJP held protest program at DM office in Burdwan.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর জি কর কাণ্ড নিয়ে সোমবার পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে স্মারকলিপি দিল বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা কমিটি। এদিন বর্ধমান স্টেশন থেকে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকেরা হাজির হন কোর্ট কম্পাউন্ড এলাকায়। অনভিপ্রেত ঘটনা এড়াতে আগেভাগেই পুলিশ কাছারি রোড পুরোপুরি ব্লক করে দেয়। কার্জন গেটের সামনে অপেক্ষাকৃত দুর্বল একটি ব্যারিকেড তৈরি করা হয়। এদিন স্টেশন থেকে বিজেপির মিছিল আসতেই ওই দুর্বল ব্যারিকেডকে বিজেপি কর্মীরা একটু ঠেলা দিতেই ভেঙে পড়ে। এরপর হৈহৈ করে বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত হন দ্বিতীয় ব্যারিকেডের সামনে। কিন্তু এদিন পর্যাপ্ত পরিমাণে পুলিশ ও সিভিক ভলানটিয়ার থাকায় তারাই বিজেপি কর্মী সমর্থকদের আটকে দেন। উল্লেখ্যনীয়, এদিন বিজেপির এই মিছিলকে কেন্দ্র করে একাধিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে পুলিশ। নেতাজী মূর্তির দুদিকের রাস্তায় এই প্রথম তৈরি করা হয় দুটি উঁচু টাওয়ার। সেখানে মোতায়েন করা হয় কাঁদানে গ্যাস নিয়ে পুলিশ কর্মীদের। এরই সঙ্গে বসানো হয় ক্যামেরাও। এছাড়াও তৈরি রাখা হয় জল কামানকে। তবে এদিন বিজেপি কর্মী সমর্থকেরা কোনোরকমই তাণ্ডবের চেষ্টা করেনি। এরপর বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা-এর নেতৃত্বে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। অভিজিৎ তা জানিয়েছেন, নারী নির্যাতনের ঘটনা এই রাজ্যে ক্রমবর্ধমান। পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে। তাঁরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। যদিও এদিন স্মারকলিপিতে বিজেপির দলীয় প্যাডে যা লেখা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সংক্রান্ত কোনো কথাই লেখা হয়নি। লেখা হয়েছে রাজ্য জুড়ে নারীদের সম্মান, রক্ষা, সুরক্ষা ও সঠিক নিরাপত্তার দাবিতে ডেপুটেশন।

Exit mobile version