বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কাটমানি কাণ্ডে বিজেপিরা জড়িত নয় বলে দাবী করে গেলেন বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি রামকৃষ্ণ পাল। সোমবার গোটা রাজ্যের পাশাপাশি বর্ধমান জেলাতেও কিষাণ মোর্চা এবং জেলা বিজেপির পক্ষ থেকে বিজেপি কর্মীদের ওপর শাসকদলের সন্ত্রাস, মিথ্যা মামলায় ফাঁসানো সহ কৃষকদের জন্য একাধিক দাবীতে পৃথক পৃথকভাবে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের স্মারকলিপি দেওয়া হয়। হাজির ছিলেন বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি রামকৃষ্ণ পাল, জেলা বিজেপির সভাপতি সন্দীপ নন্দী, কিষাণ মোর্চার জেলা সভাপতি জয়দীপ চট্টরাজ প্রমুখরাও।