বর্ধমান (পূর্ব বর্ধমান) :- তিনি যে পোড়খাওয়া রাজনীতিবিদ তা ফের প্রমাণিত হল বৃহস্পতিবার। সাংগঠনিক দুর্বলতাকে ঢাকতে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রতিদিন নানান মন্তব্য রীতিমত ভোটের টেম্পো বাড়িয়ে তুলেছে। আর বৃহস্পতিবার ভাতারে জনসংযোগ অভিযানে যাবার পথে ইদের জন্য বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জলসত্র শিবিরে আচমকাই ঢুকে পড়লেন দিলীপ ঘোষ। যা নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। ইদের দিন তিনি সেই রকমই চমক দিলেন। চমকে দিলেন শাসকদলকেও। তবে কোনও হালকা কথা বলে নয়। ভাতাড় যাওয়ার পথে তিনি ঢুকে পড়েন তালিতের দিঘীরপাড়ে তৃণমূল কংগ্রেসের এই জলসত্র অনুষ্ঠানে। বাঘাড় ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে ইদের অনুষ্ঠানের জন্য জলসত্রের এই আয়োজন করা হয়। সেই সময় এই শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তথা বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি তা।