E Purba Bardhaman

ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

BJP leader is accused of molesting a woman. Shyamal Kumar Roy, Bardhaman Sadar District President, Bharatiya Janata Yuva Morcha

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সদর জেলার সভাপতি শ্যামল রায়ের বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনার কথা জানিয়ে বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন শহরের ছোটনীলপুর পিরতলা এলাকার ওই মহিলা। তার ভিত্তিতে মামলা রুজু হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন যুব মোর্চার সভাপতি। তাঁর দাবি, ওই মহিলা বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেন। তার প্রতিবাদ করা হয়। সেজন্য মিথ্যা মামলায় তাঁকে জড়ানো হয়েছে।

লিখিত অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, তিনি ছোটনীলপুর এলাকার একটি কম্পিউটার সেন্টারে কাজ করেন। শুক্রবার বেলা দেড়টা নাগাদ তিনি সেন্টারে কাজ করছিলেন। সেই সময় ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সদর জেলার সভাপতি কয়েকজনকে নিয়ে সেন্টারের ভিতর দলের পতাকা ও মাইক লাগাতে আসেন। তিনি আপত্তি জানান। তাতে ক্ষিপ্ত হয়ে তাঁকে এবং সেন্টারের চিফ এক্সিকিউটিভ শুভাশিস চৌধুরিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন শ্যামল। এমনকি তাঁকে এবং চিফ এক্সিকিউটিভকে সেন্টারের ভিতরে ঢুকে মারধর করা হয়। তাঁর ওড়না ছিঁড়ে দেওয়া হয়। শ্লীলতাহানি পর্যন্ত করা হয়। বিজেপির যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন তিনি। ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সদর জেলার সভাপতি বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা মামলায় আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মহিলাদের আমরা সম্মান করতে জানি। আমাদের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয়। ভারতমাতার ছবি নষ্ট করে দেওয়া হয়। আমি ও আমাদের দলের লোকজন তার প্রতিবাদ করি। সে জন্য এই মামলা করা হয়েছে। আইন মেনে আমি আদালতে জামিনের আবেদন করব। মহিলা থানার এক অফিসার বলেন, কেস রুজু হয়েছে। এ ব্যাপারে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version