E Purba Bardhaman

সন্দেশখালি ও বিধায়ক সাসপেন্ড কান্ডে বর্ধমানে বিজেপির বিক্ষোভ

BJP protests in Burdwan over Sandeshkhali and MLA suspension case

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সন্দেশখালি কাণ্ডে বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ মোট ৭ জন বিধায়ককে সাসপেন্ড করার ঘটনায় বর্ধমানে বিক্ষোভ আছড়ে পড়ল রাজপথে। এদিন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা-সহ যুব মোর্চার সভাপতি পিণ্টু সাম, সাধারণ সম্পাদক সুধীররঞ্জন সাউ প্রমুখদের নেতৃত্বে বর্ধমানের কালীবাজার মোড়ে জিটিরোড অবরোধের চেষ্টা করা হয়। পরিস্থিতি সামাল দিতে এদিন দুপুর থেকেই মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিজেপি নেতা কর্মীরা জিটিরোডের একটি লেন অবরোধ করে সেখানে টায়ার জ্বালানোর উদ্যোগ নিয়ে বিক্ষোভ শুরু করতেই পুলিশ তাদের উঠে যেতে বলে। বিজেপি সমর্থকরা রাস্তাতেই বসে পড়লে শুরু হয় পুলিশ বিজেপি কর্মীদের মধ‌্যে টানাটানি। পুলিশ বিজেপি কর্মীদের জোর করে রাস্তা থেকে টেনে তুলে নিয়ে প্রিজন ভ্যানে তোলে। এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য দেখা দেয়। ভারতীয় জনতা যুব মোর্চার সহ-সভাপতি কৌশিক কুণ্ডু এদিন জানিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণভাবে সন্দেশখালি কাণ্ডে পুলিশী অত্যাচারের প্রতিবাদ জানানোর উদ্যোগ নেন। কিন্তু পুলিশ তাঁদের জোর করে তুলে দেয়। এই ঘটনায় বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা-সহ কয়েকজনকে পুলিশ আটক করেছে। পুলিশের এই ভূমিকার প্রতিবাদে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।

Exit mobile version