E Purba Bardhaman

বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার ইনচার্জ

BJP state committee member and in-charge of Katwa organizational district arrested in connection with beating BJP worker

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- তিন বছর আগের একটি মামলায় বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার ইনচার্জ সুনীল গুপ্তা ওরফে গুড্ডু-কে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। ২০২১ সালে এক বিজেপি কর্মীকেই আটকে মারধর ও গাড়িতে আগুন লাগানোর ঘটনায় ৬ জনের নামে অভিযোগ দায়ের হয়। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় সুনীল গুপ্তাকে। আইনজীবী সুমিত রায় জানিয়েছেন, তৎকালীন বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ নন্দী, সুনীল গুপ্তা-সহ ৬ জনের বিরুদ্ধে ২০২১-এর ২১ জানুয়ারি এই অভিযোগ আনেন বিজেপিরই কর্মী লক্ষ্মীকান্ত দাস। মামলা চলাকালীন সময়েই সুনীল গুপ্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপরই শনিবার পুলিশ সুনীল গুপ্তাকে গ্রেপ্তার করে। রবিবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হলে আদালত তাঁর জামিন মঞ্জুর করে। সুনীল গুপ্তা জানিয়েছেন, এই মামলা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। শনিবার পুলিশ তাঁেক সমন আছে বলে ডেকে পাঠিয়ে গ্রেপ্তার করে। সুনীলবাবু জানিয়েছেন, তিনি জানতেনই না তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এমনকি এর আগে তাঁর কাছে কোনো সমনও যায়নি। তিনি জানান, বিরোধী রাজনীতি করার জন্যই এই ঘটনা ঘটেছে। অন্যদিকে, আইনজীবী জানিয়েছেন, এটা জামিনযোগ্য ধারার মামলা ছিল। সুনীল গুপ্তাকে পাওয়া যাচ্ছিল না বলে তাঁর নামে ওয়ারেন্ট ইস্যু করে আদালত। সেই পরিপ্রেক্ষিতেই সুনীল গুপ্তাকে গ্রেপ্তার এবং জামিনও মঞ্জুর করেছেন বিচারক।

Exit mobile version