বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শিক্ষার ক্ষেত্রে সরকারী যে দৃষ্টি দেওয়া প্রয়োজন ছিল তা দেওয়া হচ্ছে না। আর তাই সাম্প্রতিককালে শিক্ষকদের রাস্তায় নামতে হচ্ছে বিভিন্ন দাবীদাওয়া আদায়ের জন্য। সোমবার বিজেপির শিক্ষা সেলের উদ্যোগে বর্ধমান টাউন হলে আয়োজিত দ্বিতীয় জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। বক্তব্য রাখতে গিয়ে তিনি এদিন বলেন, শিক্ষকরা নতুন প্রজন্মকে তৈরী করেন। শিক্ষক মানে কেবল কর্মচারী নয়। তিনি আচার্যও। এটাই ভারতবর্ষের পরম্পরা। শিক্ষা মানুষকে জ্ঞানের আলো খুলে দেয়। কিন্তু এখন শিক্ষা, চিকিত্সা কেবল টাকা রোজগারের কেন্দ্র হয়ে উঠছে। অনেকেই যাঁরা লেখাপড়াই শেখেনি তাঁরা শিক্ষা নিয়ে ব্যবসা করছেন। কিন্তু শিক্ষকদেরও বুঝতে হবে তাঁদের যে দায়িত্ব সেটা তারা পালন না করলে তার দায় তাঁদেরই। কেবল নিজের দিকটাই দেখলে হবে না। তাঁদের দায়বদ্ধতাও থাকা দরকার।